Kolkata High Court: জেলের ভিতরে কী করেন কুন্তল! এবার সেটাও জানতে চায় CBI, আদালতের বড় নির্দেশে তোলপাড়
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রভাবশালী ব্যক্তির নাম বলানোর জন্য তাঁর উপরে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ৷ প্রথমে সংবাদমাধ্যমের সামনে এমন অভিযোগ এনেছিলেন তিনি৷ তারপর এ প্রসঙ্গে সরাসরি থানায় লিখিত অভিযোগ দায়ের করে৷
কলকাতা: কুন্তল চিঠি মামলায় নয়া নির্দেশ হাইকোর্টের। এবার জেলের ভিতরে কুন্তলের গতিবিধি জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। সিবিআই-কে জেলের সিসিটিভি ফুটেজের কপি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। শুধু তাই নয়, নির্দেশিকায় জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ কপি করার সময় ঘটনাস্থলে থাকবেন কলকাতা হাইকোর্টের টেকনিক্যাল টিমের সদস্যেরা। তারপর সেই ফুটেজ জমা রাখতে হবে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে। পুরো প্রক্রিয়া শেষ করতে চারদিন সময় দিয়েছে আদালত। ২৩ জুন মামলার পরবর্তী শুনানি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রভাবশালী ব্যক্তির নাম বলানোর জন্য তাঁর উপরে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ৷ প্রথমে সংবাদমাধ্যমের সামনে এমন অভিযোগ এনেছিলেন তিনি৷ তারপর এ প্রসঙ্গে সরাসরি থানায় লিখিত অভিযোগ দায়ের করে৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘মৃত্যুর পাহাড়’ ! ভারতের সবচেয়ে বিপজ্জনক রাস্তা, যেতে হলেই বুক শুকিয়ে যায়, নাম জানেন এদের?
এরপরেই কুন্তল ঘোষের অভিযোগপত্রের চিঠির বয়ান জানতে আদালতের দ্বারস্থ হয় ইডি৷ সেই সময় এই মামলা ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে৷ কুন্তলের চিঠির বয়ান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শহিদ মিনারে দেওয়া বক্তৃতার মধ্যে সাযুজ্য লক্ষ্য করেন তিনি৷ জানান, তদন্তের স্বার্থে ইডি-সিবিআই এ নিয়ে অভিষেককে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারেন৷
advertisement
পরে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা সরে যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 19, 2023 3:25 PM IST