Most Dangerous Roads: ‘মৃত্যুর পাহাড়’ ! ভারতের সবচেয়ে বিপজ্জনক রাস্তা, যেতে হলেই বুক শুকিয়ে যায়, নাম জানেন এদের?

Last Updated:
তামিলনাড়ুর নামাক্কাল জেলার কলি হিলস রোডকে খুবই বিপজ্জনক বলে মনে করা হয়। এখানে ৭০টি হেয়ারপিন বাঁক রয়েছে, তাই এই রাস্তাটি বাইকারদের মধ্যে বেশ বিখ্যাত। আশ্চর্যের বিষয় হল, কলি পাহাড়ের আভিধানিক অর্থ হল 'মৃত্যুর পাহাড়' আর এই রাস্তার দিকে তাকালে খানিকটা তেমনই মনে হয়।
1/7
ভারতে এমন কিছু রাস্তা রয়েছে যেখান দিয়ে গেলে চারিদিকে শুধু চোখে পড়বে অপার প্রাকৃতিক সৌন্দর্য৷ তুষার শোভিত পর্বতমালা, পথের প্রতিটি বাঁকে কোনও না কোনও নতুন চমক৷ কিন্তু, সেই রাস্তা এমনই ভয়াবহ যে, সেই সমস্ত প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মতো হয়ত মানসিক অবস্থাই আপনার থাকবে না৷ আসুন জেনে নেওয়া যাক ভারতের সবচেয়ে ভয়ঙ্কর, বিপজ্জনক রাস্তার নাম৷
ভারতে এমন কিছু রাস্তা রয়েছে যেখান দিয়ে গেলে চারিদিকে শুধু চোখে পড়বে অপার প্রাকৃতিক সৌন্দর্য৷ তুষার শোভিত পর্বতমালা, পথের প্রতিটি বাঁকে কোনও না কোনও নতুন চমক৷ কিন্তু, সেই রাস্তা এমনই ভয়াবহ যে, সেই সমস্ত প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মতো হয়ত মানসিক অবস্থাই আপনার থাকবে না৷ আসুন জেনে নেওয়া যাক ভারতের সবচেয়ে ভয়ঙ্কর, বিপজ্জনক রাস্তার নাম৷
advertisement
2/7
জম্মু ও কাশ্মীরের জোজিলা পাস ভারতের সবচেয়ে বিপজ্জনক রুটগুলির মধ্যে একটি। ন্যাশনাল হাইওয়ে 1D-এ অবস্থিত, জোজিলা পাস শ্রীনগরকে লেহ-এর সাথে সংযুক্ত করে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই রাস্তার উচ্চতা প্রায় ৩৫২৮ মিটার অর্থাৎ, ১১৫৭৫ ফুট। জোজিলা পাসের মোট দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার৷ তবে এই পথটি কভার করতে বহু ঘণ্টা সময় লেগে যায়। (ছবি- টুইটার @TravelingBharat)
জম্মু ও কাশ্মীরের জোজিলা পাস ভারতের সবচেয়ে বিপজ্জনক রুটগুলির মধ্যে একটি। ন্যাশনাল হাইওয়ে 1D-এ অবস্থিত, জোজিলা পাস শ্রীনগরকে লেহ-এর সাথে সংযুক্ত করে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই রাস্তার উচ্চতা প্রায় ৩৫২৮ মিটার অর্থাৎ, ১১৫৭৫ ফুট। জোজিলা পাসের মোট দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার৷ তবে এই পথটি কভার করতে বহু ঘণ্টা সময় লেগে যায়। (ছবি- টুইটার @TravelingBharat)
advertisement
3/7
জম্মু ও কাশ্মীরে অবস্থিত কিলার থেকে কিশতওয়ারের মধ্যবর্তী রাস্তাটিকেও দেশ ও বিশ্বের অন্যতম বিপজ্জনক রাস্তা হিসাবে বিবেচনা করা হয়। পঙ্গী উপত্যকায় অবস্থিত এই রাস্তায় গাড়ি চালানো সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ।
জম্মু ও কাশ্মীরে অবস্থিত কিলার থেকে কিশতওয়ারের মধ্যবর্তী রাস্তাটিকেও দেশ ও বিশ্বের অন্যতম বিপজ্জনক রাস্তা হিসাবে বিবেচনা করা হয়। পঙ্গী উপত্যকায় অবস্থিত এই রাস্তায় গাড়ি চালানো সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ।
advertisement
4/7
মুন্নার রোড হল মুন্নার থেকে কোচির সংযোগকারী পাস। সমুদ্রপৃষ্ট থেকে ১৭০০ মিটার উচ্চতায় অবস্থিত এই রাস্তাটি প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ। এই রাস্তাটিতে প্রচুর বাঁক রয়েছে৷ কোথাও কোথাও এই রাস্তা খুবই সরু এবং চড়াই-উতরাই পূর্ণ। সন্ধ্যার সময় এটি অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন হয়ে যায়৷ তাই গাড়িতে ফগ লাইট না থাকলে এই রাস্তায় গাড়ি চালানো কঠিন। (ছবি- টুইটার @গোকেরালা_)
মুন্নার রোড হল মুন্নার থেকে কোচির সংযোগকারী পাস। সমুদ্রপৃষ্ট থেকে ১৭০০ মিটার উচ্চতায় অবস্থিত এই রাস্তাটি প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ। এই রাস্তাটিতে প্রচুর বাঁক রয়েছে৷ কোথাও কোথাও এই রাস্তা খুবই সরু এবং চড়াই-উতরাই পূর্ণ। সন্ধ্যার সময় এটি অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন হয়ে যায়৷ তাই গাড়িতে ফগ লাইট না থাকলে এই রাস্তায় গাড়ি চালানো কঠিন। (ছবি- টুইটার @গোকেরালা_)
advertisement
5/7
নাথুলা পাসকে ভারতের সবচেয়ে বিপজ্জনক রাস্তার মধ্যে অন্যতম। সিকিমের দোগেক্যা রেঞ্জে অবস্থিত, এই পাসটি হিমালয়ের অধীনে। এই রাস্তাটি ১৪ হাজার ২০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই পথ দিয়ে কৈলাস মানস সরোবরও পৌঁছনো যায়। (ছবি- টুইটার @MyHomeIndia)
নাথুলা পাসকে ভারতের সবচেয়ে বিপজ্জনক রাস্তার মধ্যে অন্যতম। সিকিমের দোগেক্যা রেঞ্জে অবস্থিত, এই পাসটি হিমালয়ের অধীনে। এই রাস্তাটি ১৪ হাজার ২০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই পথ দিয়ে কৈলাস মানস সরোবরও পৌঁছনো যায়। (ছবি- টুইটার @MyHomeIndia)
advertisement
6/7
হিমাচল প্রদেশের রোহটাং পাস খুবই বিপজ্জনক রাস্তা। এখানে সকলে গাড়ি চালাতে পারেন না। মানালি থেকে রোহতাং পাসে যাওয়া অ্যাডভেঞ্চারে ভরপুর হলেও বিপদও প্রায় সমান সমান। রোহটাং পাসটি মানালি-লেহ প্রধান সড়কে পড়ে, উত্তরে মানালি এবং দক্ষিণে কুল্লু শহর থেকে ৫১ কিলোমিটার দূরে। এই রাস্তাটি সর্বক্ষণ বরফে ঢাকা থাকে।
হিমাচল প্রদেশের রোহটাং পাস খুবই বিপজ্জনক রাস্তা। এখানে সকলে গাড়ি চালাতে পারেন না। মানালি থেকে রোহতাং পাসে যাওয়া অ্যাডভেঞ্চারে ভরপুর হলেও বিপদও প্রায় সমান সমান। রোহটাং পাসটি মানালি-লেহ প্রধান সড়কে পড়ে, উত্তরে মানালি এবং দক্ষিণে কুল্লু শহর থেকে ৫১ কিলোমিটার দূরে। এই রাস্তাটি সর্বক্ষণ বরফে ঢাকা থাকে।
advertisement
7/7
তামিলনাড়ুর নামাক্কাল জেলার কলি হিলস রোডকে খুবই বিপজ্জনক বলে মনে করা হয়। এখানে ৭০টি হেয়ারপিন বাঁক রয়েছে, তাই এই রাস্তাটি বাইকারদের মধ্যে বেশ বিখ্যাত। আশ্চর্যের বিষয় হল, কলি পাহাড়ের আভিধানিক অর্থ হল 'মৃত্যুর পাহাড়' আর এই রাস্তার দিকে তাকালে খানিকটা তেমনই মনে হয়।
তামিলনাড়ুর নামাক্কাল জেলার কলি হিলস রোডকে খুবই বিপজ্জনক বলে মনে করা হয়। এখানে ৭০টি হেয়ারপিন বাঁক রয়েছে, তাই এই রাস্তাটি বাইকারদের মধ্যে বেশ বিখ্যাত। আশ্চর্যের বিষয় হল, কলি পাহাড়ের আভিধানিক অর্থ হল 'মৃত্যুর পাহাড়' আর এই রাস্তার দিকে তাকালে খানিকটা তেমনই মনে হয়।
advertisement
advertisement
advertisement