Kolkata High Court: ‘মানুষ চাকরি পাচ্ছে না..আর ক্লাব পিছু ৭০ হাজার!’, আদালতে বিস্ফোরক বিচারপতি, তুমুল ভর্ৎসনা

Last Updated:

তবে শুধুমাত্র ৭০ হাজার টাকা অনুদানই নয়, অন্যান্য সুযোগ সুবিধাও এবার দেওয়া হচ্ছে সরকারের তরফে৷ বিদ্যুতের জন্য আগে দুই তৃতীয়াংশ বিল দিতে হত ক্লাবগুলিকে, এ বার থেকে এক চতুর্থাংশ বিল দিতে হবে তাদের৷ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিসর্জনের দিন নির্ধারিত হয়েছে ২৪, ২৫ ও ২৬ অক্টোবর৷ এ ছাড়া ২৭ অক্টোবর রাজ্য পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে৷

কলকাতা: দুর্গাপুজোর অনুমতি সংক্রান্ত মামলা৷ আর সেই মামলার শুনানি চলাকালীনই বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহাকে৷ বললেন, ‘‘মানুষ পেনশন পাচ্ছে না, বেতন পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, এনিয়ে রোজ মামলা আসছে, আর দুর্গাপূজায় ক্লাব পিছু ৭০ হাজার?’’ প্রসঙ্গত, এবছরও রাজ্যে একাধিক ক্লাবকে পুজোর জন্য অনুদান দিচ্ছে রাজ্য সরকার৷ শুধু তাই নয়, সেই অনুদানের পরিমাণ গত বছরের ৬০ হাজারের বদলে ১০ হাজার বাড়িয়ে ৭০ হাজার করা হয়েছে৷ গত ২২ অগাস্টই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এদিন তমলুকের একটি দুর্গাপুজোর অনুমতি সংক্রান্ত মামলার শুনানি ছিল৷ সে প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহা আইনজীবীর কাছে জানতে চান, তমলুকে কতগুলি দুর্গাপুজো হয়৷ তখন তমলুক পুরসভার আইনজীবী উত্তর দেন, ‘‘৪০ থেকে ৫০টা দুর্গাপূজা হয়। আর কালীপুজো ২০০ থেকে ২৫০ টা৷’’ এরপরেই উপরোক্ত মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা৷
আরও পড়ুন: ৩ অক্টোবর নিয়ে বিশেষ নির্দেশ! ইডি-র তদন্তকারী আধিকারিককেও সরিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা
তবে শুধুমাত্র ৭০ হাজার টাকা অনুদানই নয়, অন্যান্য সুযোগ সুবিধাও এবার দেওয়া হচ্ছে সরকারের তরফে৷ বিদ্যুতের জন্য আগে দুই তৃতীয়াংশ বিল দিতে হত ক্লাবগুলিকে, এ বার থেকে এক চতুর্থাংশ বিল দিতে হবে তাদের৷ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিসর্জনের দিন নির্ধারিত হয়েছে ২৪, ২৫ ও ২৬ অক্টোবর৷ এ ছাড়া ২৭ অক্টোবর রাজ্য পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে৷
advertisement
advertisement
পুজোর ক্লাবগুলিকে অনুদান দেওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, ‘‘আগে তো কোনও ক্লাবকে সাহায্য করত না। এটা আমার মাথায় চিন্তাটা আসে। অনেকে প্রশ্ন করে কেন ইমাম, পুরোহিত-রা ভাতা পাবেন? কমিউনিটি ডেভলপমেন্টে ওঁরা কাজ করেন। কেউ কেউ এই নিয়ে কোর্ট কেসে চলে যাবে যে কেন ক্লাবগুলো টাকা পাবে? তারা উন্নয়নমূলক প্রচার করে।’’
advertisement
অনুদানের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘শুরু করেছিলাম ২৫ হাজার টাকা দিয়ে।আমাদের কাছে টাকা নেই। সরকারের একদম টাকা নেই। যখন প্রয়োজন হবে সাহায্য করবেন তো? ৬০ হাজার টাকা বাড়িয়ে ৭০ হাজার টাকা করলাম৷’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata High Court: ‘মানুষ চাকরি পাচ্ছে না..আর ক্লাব পিছু ৭০ হাজার!’, আদালতে বিস্ফোরক বিচারপতি, তুমুল ভর্ৎসনা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement