Abhishek Banerjee: ইডি-র দফতরে যাচ্ছেন না অভিষেক! সোশ্যাল মিডিয়ায় লিখলেন ‘পারলে আটকে দেখান!’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
প্রসঙ্গত, আগামী ৩ অক্টোবর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি৷ ওই দিন সকাল সাড়ে দশটায় তাঁকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে৷ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাতেই তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর৷ গত ১৩ সেপ্টেম্বরও ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক৷
কলকাতা: ইডি-র তলবে সাড়া দিচ্ছেন না অভিষেক৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেই কথা৷ আগে প্রত্যেকবারই ইডির তলবে হাজিরা দিতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ নিজেও একাধিকবার জানিয়েছিলেন, ইডি-সিবিআইকে তদন্তে সব রকমের সহযোগিতা করবেন তিনি৷ কিন্তু, এবার তাঁর সরাসরি চ্যালেঞ্জ ‘পারলে আটকে দেখান!’
প্রসঙ্গত, আগামী ৩ অক্টোবর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি৷ ওই দিন সকাল সাড়ে দশটায় তাঁকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে৷ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাতেই তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর৷ গত ১৩ সেপ্টেম্বরও ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক৷
আরও পড়ুন: ধূপগুড়ি নিয়ে অবশেষে কাটল জট, রাজভবনে শপথগ্রহণে আপাতত সায় রাজ্য সরকারের
ইডি-র তলবের নোটিস পাওয়ার পর পরই নিজের এক্স হ্যান্ডেলে (আগে ট্যুইটার) পোস্ট করে অভিষেক জানান, আগামী ৩ অক্টোবরই দিল্লিতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের ধরনা কর্মসূচি রয়েছে তৃণমূলের৷ সেই কারণে আগামী ২ এবং ৩ অক্টোবর সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর৷ পাশাপাশি, থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়েরও৷ কিন্তু, ঘটনাচক্রে ওইদিনই তাঁকে তলব করেছে ইডি৷
advertisement
advertisement
বৃহস্পতিবারের পরে শুক্রবারও এ নিয়ে এক্স হ্যান্ডেলে ট্যুইট করেন অভিষেক৷ জানান, ‘পশ্চিমবঙ্গ যে ভাবে বঞ্চনার শিকার হচ্ছে, যেভাবে তার প্রাপ্য টাকা সে পাচ্ছে না, তার জন্য আমাদের এই লড়াই চলবে৷ কোনও বাধার তোয়াক্কা করব না আমরা৷ পৃথিবীতে এমন কোনও শক্তি নেই যা পশ্চিমবঙ্গের মানুষের এই অধিকারের লড়াইয়ে শামিল হতে আমাকে আটকাতে পারে৷ আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লির বিক্ষোভ কর্মসূচিতে আমি যোগ দেব৷ যদি পারেন, আটকে দেখান!’
advertisement

আরও পড়ুন: রাজভবনের দোতলায় আর ‘ঢুকতে পারবে না’ কলকাতা পুলিশ! নতুন নিয়ম চালু করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস
চলতি মাসের শুরুতেই দিল্লিতে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠকের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি৷ ওই দিন তিনি কমিটির বৈঠকে যোগ না দিয়ে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন৷ গত ১৩ সেপ্টেম্বর প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে৷
advertisement
এর আগে নবজোয়ার যাত্রা চলাকালীনও অভিষেককে তলব করা হয়েছিল৷ সেবারও কর্মসূচি মাঝপথে থামিয়ে তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দিয়েছিলেন তিনি৷
সম্প্রতি নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে বার বার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছে ইডি, সিবিআই৷ এই পরিস্থিতিতেই অভিষেককে একাধিকবার তলব৷ কিন্তু কেন তৃণমূল বা অভিষেকের পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি থাকলেই তাঁকে তলব করা হচ্ছে, তা নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসকদল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 29, 2023 11:58 AM IST