Kolkata Fire: আবার আগুন কলকাতায়! ভরদুপুরে দাউ দাউ করে জ্বলছে লেকটাউনের স্টুডিও, ঘটনাস্থলে দমকল
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Kolkata Fire: বার অগ্নিকাণ্ড কলকাতায়। চিনার পার্কের পর এবার লেকটাউনে ভরদুপুরে ভয়াবহ আগুন।
কলকাতা: আবার অগ্নিকাণ্ড কলকাতায়। চিনার পার্কের পর এবার লেকটাউনে ভরদুপুরে ভয়াবহ আগুন। লেকটাউন দক্ষিণদাড়িতে একটি স্টুডিওতে হঠাত্ করেই লাগে আগুন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন।
সূত্রের খবর, লেকটাউন দক্ষিণ দাড়িতে বহুতলের দোতালায় থাকা স্টুডিওতে ঘটেছে এই অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখা গ্রাস করে সম্পূর্ণ স্টুডিও। দ্রুত খবর যায় দমকলে। দমকলের পরপর দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে।
advertisement
advertisement
তবে কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগলেও লাগতে পারে। তবে অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এইমুহুর্তে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে হতাহতের কোন খবর নেই বলে পুলিশ সূত্রে মারফত জানা গিয়েছে।
advertisement
Samir Mondal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2025 4:37 PM IST