অনলাইনে পার্ট টাইম কাজ খুঁজছেন? খুব সাবধান! সর্বস্বান্ত হচ্ছেন অনেকেই
- Published by:Raima Chakraborty
- Written by:SHANKU SANTRA
Last Updated:
ঘরে বসে পার্ট টাইম কাজের সুযোগের অ্যাপের চক্র ফাঁস। ইডি গ্রেফতার করেছে কয়েকজনকে।
#কলকাতা: বেকারত্ব এবং আর্থিক মন্দা যতটাই বাড়ছে সাধারণ মানুষ ততই সহজে প্রচুর টাকা রোজগারের চিন্তাভাবনা করছে। আর সামাজিক মাধ্যমে সেই টোপ দিয়ে রেখেছে জালিয়াতরা। অনলাইনে কাজ করে ঘরে বসেই প্রচুর টাকা রোজগারের স্বপ্ন দেখাচ্ছে তারা। আর এর পিছনে কাজ করে যাচ্ছে বেশ কিছু চিনা অ্যাপ। যেগুলি পরিচালনা করছে আমাদের দেশের প্রচুর প্রতারক। সেই টোপে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষ।
বাড়িতে বসেই অনলাইনে কাজ করে প্রতিদিন ১০০ থেকে ৫০০০ টাকা অবধি রোজগার, এই প্রলোভনে পড়ছেন প্রচুর মানুষ। প্রায় প্রতিটি মানুষের হাতে রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল। প্রত্যেকের কাছেই ইন্টারনেটের সংযোগ রয়েছে। যার ফলে প্রত্যেকেই অতি সহজে ফাঁদে পা দিচ্ছেন। সঙ্গে প্রতারিত হচ্ছেন। যেমন 'সুপার লাইক অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশন'। এই অ্যাপে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। তাতে বলা থাকে রেজিস্ট্রেশন ফি ৫০০ থেকে ১৫০০ টাকা। কাজ হল, সারা দিনে বিভিন্ন সেলিব্রিটির ফটো, ভিডিও মেসেজ একটি লিংক থেকে অন্য লিংকে পাঠানো।
advertisement
আরও পড়ুন: লিঙ্কে নয় এবার ভয় আধারে, কলকাতার ৩ বন্ধুর ঘটনা ভয়ঙ্কর! চলে গেল কত টাকা
এই সহজ কাজে সবাই রাজিও হয়ে যান। প্রথমটা কেউ ৫০০, কেউ ১০০০ টাকা কেউ পাঁচ হাজার টাকা অবধি উপার্জনও করেছেন। প্রত্যেকেই টাকা উপার্জন করে যখন টাকা নিজের অ্যাকাউন্টে নিতে যান, তখন নানা অছিলায় অ্যাকাউন্ট লক হয়ে যায়। অভিযোগ, আর এই ভাবে প্রচুর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে টাকাগুলো আত্মসাৎ করেছে ওই অ্যাপগুলির মাধ্যমে।
advertisement
advertisement
আরও পড়ুন: রাতে অন্তত ১০ বার হার্ট অ্যাটাক, অত্যন্ত সংকটজনক পরিস্থিতি ঐন্দ্রিলার!
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত ১৭ নভেম্বর বেঙ্গালুরুর ১৬ টি জায়গায় এক সঙ্গে রেইড করে। সেখান থেকে চিনা লিংক যুক্ত অ্যাপের অভিযুক্ত ব্যক্তিদের এক কোটি টাকার অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে। ওই সংস্থাগুলি ফোনপে, পেটিএম, গুগল পে, অ্যামাজন পে-সহ বিভিন্ন গেটওয়ের মাধ্যমে এইচডিএফসি, আইসিআইসিআই এবং ধনলক্ষী ব্যাঙ্কের মতো অ্যাকাউন্টের টাকা নিত। এনফোর্সমেন্ট ডিরেক্টরে মোট ৮০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে। বিশেষজ্ঞদের মতে, অনলাইন পার্ট টাইম কাজের স্ক্যামের ফাঁদে যাতে কেউ না জড়ায়। এতে টাকা উপার্জনের জায়গায় সর্বস্বান্ত হতে পারেন যে কেউ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
November 20, 2022 10:41 AM IST