রাতে অন্তত ১০ বার হার্ট অ্যাটাক, অত্যন্ত সংকটজনক পরিস্থিতি ঐন্দ্রিলার!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
হাসপাতাল সূত্রে খবর, অত্যন্ত সংকটজনক পরিস্থিতি অভিনেত্রীর। একাধিক বার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সিপিআর ও অন্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে ঐন্দ্রিলাক শর্মাকে।
#কলকাতা: শনিবার রাতে ফের একাধিক বার হার্ট অ্যাটাক হয়েছে ঐন্দ্রিলার। হাসপাতাল সূত্রে খবর, অত্যন্ত সংকটজনক পরিস্থিতি অভিনেত্রীর। অন্তত পর পর ১০ বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। এর পর সিপিআর ও অন্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে ঐন্দ্রিলাকে। তাঁকে ঘিরে রয়েছেন চিকিৎসকেরা। পরিবার ও পরিজনেরা অত্যন্ত উদ্বিগ্ন বলেই জানা গিয়েছে।
শনিবার সন্ধেতেও মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট হয় ২৪ বছরের অভিনেত্রীর। তখনও সিপিআর দেওয়া হয় তাঁকে। এই নিয়ে এক সপ্তাহে একাধিক হৃদরোগে আক্রান্ত হলেন ঐন্দ্রিলা। প্রথমে ম্যাসিভ, তার পর মাইল্ড। সম্পূর্ণ ভেন্টিলেশনে রয়েছেন 'জিয়নকাঠি'র নায়িকা।
আরও পড়ুন: ঐন্দ্রিলার জন্য পায়ে পড়ে অনুরোধ সৌরভের, ফেসবুকে দিলেন বহু প্রতীক্ষিত বার্তা
শুক্রবার স্বস্তির খবর দিয়েছিলেন ঐন্দ্রিলার সঙ্গী সব্যসাচী চৌধুরী। ফেসবুকে অভিনেতা জানিয়েছেন, হার্টরেট, রক্তচাপ বেড়ে স্বাভাবিক হয়েছে। তাই তাঁর লেখায়, 'ঐন্দ্রিলা আছে। ঐন্দ্রিলা থাকবে।' তাতে ভক্তমহল থেকে শুরু করে বন্ধুরা সকলেই শান্তি পেয়েছিলেন। ফের সামান্য অবনতির খবর এল হাসপাতাল সূত্রে।
advertisement
advertisement
আরও পড়ুন: ব্যতিক্রমী লড়াই চালাচ্ছেন ঐন্দ্রিলা, তবে শারীরিক অবস্থা তীব্র আশঙ্কাজনক
গত ২ নভেম্বর স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা শর্মা। নিউরো সার্জেন ডক্টর নীলয় বিশ্বাসের তত্বাবধানে চিকিৎসা শুরু হয়। ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেও অপারেশন,আর তার পর থেকে প্রায় দু'সপ্তাহ কেটে গিয়েছে। মাঝে অভিনেত্রীর শারীরিক অবস্থা সামান্য উন্নতি হয়েছিল। তবে এই সপ্তাহের শুরু থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2022 9:02 AM IST