ঐন্দ্রিলার জন্য পায়ে পড়ে অনুরোধ সৌরভের, ফেসবুকে দিলেন বহু প্রতীক্ষিত বার্তা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যু নিয়ে বুধবার রাতে গুজব ছড়ায় ফেসবুকে। নেটিজেনের একাংশ সেই ভুয়ো খবর ছড়িয়ে RIP লিখতে শুরু করেন।
#কলকাতা: ঐন্দ্রিলা শর্মার শারীরিক পরিস্থিতি কেমন আছে? হাসপাতালে গত দু'সপ্তাহ ধরে অমানুষিক লড়াই চালিয়ে যাওয়া অভিনেত্রীর পরিস্থিতি নিয়ে নানা গুজবকে উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার সকাল সকাল বহু প্রতীক্ষিত বার্তা ফেসবুকে লিখলেন অভিনেতা সৌরভ দাস। ঐন্দ্রিলা ও সব্যসাচীর ঘনিষ্ঠ বন্ধু সৌরভ ফেসবুকে লিখেছেন, 'বেঁচে আছে এখোনো। মেরে ফেলো না ওকে। পায়ে পরছি'।
ঐন্দ্রিলার মৃত্যু নিয়ে বুধবার রাতে গুজব ছড়ায় ফেসবুকে। নেটিজেনের একাংশ সেই ভুয়ো খবর ছড়িয়ে RIP লিখতে শুরু করেন। ঐন্দ্রিলার বন্ধু-প্রেমিক সব্যসাচী চৌধুরীও ফেসবুকে রাতেই বার্তা দেন, 'আরেকটু থাকতে দাও ওকে.. এসব লেখার অনেক সময় পাবে'। বৃহস্পতিবার সকালে ফের সৌরভও একই বার্তা দিয়ে জানালেন, ঐন্দ্রিলা বেঁচে আছেন।
advertisement
advertisement
একই সঙ্গে তাঁর অনুরোধ, 'মেরে ফেলো না ওকে। পায়ে পরছি'। ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া একদল নেটিজেনের কাছে পায়ে পরে অনুরোধ করেছেন অভিনেতা সৌরভ দাস। কঠিন সময়ে বন্ধুর পাশে রয়েছেন সৌরভ, নিজেই তা জানিয়েছেন। কয়েকদিন আগেও একই ভাবে ঐন্দ্রিলার অসুস্থতার পর গুজব ছড়িয়ে পড়েছিল। সেই সময়ও ফেসবুকে পোস্ট করেছিলেন সৌরভ।
আরও পড়ুন: ঐন্দ্রিলা বললেই সব্যসাচীর মনে কী আসে? পুরনো ভিডিও নতুন করে ভাইরাল নেটপাড়ায়
সৌরভ লিখেছিলেন, 'সকলের উদ্দেশে জানাচ্ছি, ঐন্দ্রিলার স্বাস্থ্য নিয়ে জল্পনা করবেন না। আমি এবং Dibya আছি Sabyasachi র সঙ্গে শুরু থেকেই । ফোন ধরার মতো পরিস্থিতিতে আমি নেই। সঠিক সময় সব্য জানিয়ে দেবে যেমন ও সবসময় করে। আপনাদের ভালোবাসা-চিন্তার জন্য ধন্যবাদ। ওর জন্য (ঐন্দ্রিলা) প্রার্থনা করবেন।'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2022 8:22 AM IST