Kolkata Chicken Pox:বেলেঘাটা আইডি-তে ভর্তি একাধিক শিশু চিকেন পক্স-এ আক্রান্ত, উদ্বিগ্ন কলকাতা পুরসভা

Last Updated:

তবে কি চিকেন পক্স ফিরছে কলকাতায় ? উদ্বিগ্ন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ

#কলকাতা: শহর কলকাতায় একসঙ্গে একাধিক শিশু আক্রান্ত চিকেন পক্স-এ, ভর্তি রয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। তবে কি চিকেন পক্স ফিরছে কলকাতায়? উদ্বিগ্ন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। আগামী সপ্তাহেই বিশেষ সচেতনতা প্রচার করবে কলকাতা পুরসভা।
চিকেন পক্স ও হামে আক্রান্ত বেশিরভাগ শিশুই গার্ডেনরিচ- মেটিয়াবুরুজ এলাকার। প্রতি বুধবার কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে শিশুদের প্রতিষেধক টিকা দেওয়া হয়। এই এলাকায় টিকা নেওয়ায় অনীহা বাড়ছে। শুধুমাত্র হামের টিকা নয়, পোলিও টিকাকরণেও অনীহা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকায় এই ঘটনায় উদ্বিগ্ন কলকাতা পুরসভা।
advertisement
আগামী বৃহস্পতিবার বিশেষ সচেতনতা অভিযান চালাবে পৌরসভা। এর আগেও পোলিও টিকাকরণ নিয়ে সামাজিক সচেতনতা প্রচার চালিয়ে ফল পেয়েছিল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র এবং স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ অতীন ঘোষ বলেন, '' মূলত গার্ডেনরিচ মেটিয়াবুরুজের বেশিরভাগ শিশুরা কেন আক্রান্ত হচ্ছে, তা খতিয়ে দেখছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। মেয়র ফিরহাদ হাকিমের নিজের বিধানসভা কেন্দ্র এই এলাকা। আগামী বৃহস্পতিবার মেয়র নিজে এবং কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা থাকবেন। সচেতনতা প্রচার করা হবে ওই এলাকায়। চিকেন পক্স-সহ বিভিন্ন ভাইরাস ঘটিত রোগের ক্ষেত্রে টিকা নেওয়ার গুরুত্ব বোঝানো হবে।''
advertisement
advertisement
অতীন ঘোষ আরও বলেন, '' এর আগেও পোলিও আক্রান্ত হয়েছিল ওই এলাকার বেশকিছু শিশু। সচেতনতা প্রচার করা হয়েছিল সেই সময়ে। সেই সময়েও হাতেনাতে ফল মিলেছিল পোলিও টিকা নেওয়ায়। এবারে সেই পথেই হাঁটতে চলেছে কলকাতা পুরসভা। আগামী বৃহস্পতিবার ২ জুন  বিশেষ সচেতনতা প্রচার কর্মসূচী নিতে চলেছে কলকাতা পুরসভা।''
BISWAJIT SAHA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Chicken Pox:বেলেঘাটা আইডি-তে ভর্তি একাধিক শিশু চিকেন পক্স-এ আক্রান্ত, উদ্বিগ্ন কলকাতা পুরসভা
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement