Kolkata Book Fair: শিয়ালদহ মেট্রো সংযোগের পর প্রথম বইমেলা! আরও উপচে পড়বে বইপ্রেমীদের ভিড়, আশাবাদী গিল্ড
- Published by:Rachana Majumder
- Written by:Sanhyik Ghosh
Last Updated:
পাশাপাশি গিল্ডের তরফেও কলকাতা বইমেলার উদ্বোধনের সময় পরিবর্তনের কথা জানানো হয়েছে। বিকাল সাড়ে চারটের পরিবর্তে এবার দুপুর ২টোর সময় ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হবে।
কলকাতা: হাতে আর মাত্র ১৪ দিন। তারপরই শুরু হতে চলেছে ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। শহর কলকাতা এবং সংলগ্ন শহরতলির বইপ্রেমীরা অপেক্ষা করে থাকেন এই বইমেলার জন্য। প্রশাসনের তরফেও সল্টলেক সেন্ট্রাল পার্কের মেলা প্রাঙ্গণের নাম সরকারিভাবে বইমেলা প্রাঙ্গণ হিসেবে ঘোষণা করা হয়েছে।
কলকাতা বইমেলা শুরু হতে চলেছে আগামী ৩০ জানুয়ারি। এবারের থিম কান্ট্রি হিসাবে স্পেনকে তুলে ধরা হবে বইমেলার মঞ্চে। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে সল্টলেক বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করলেন গিল্ডের প্রতিনিধি দল এবং বিধাননগরের নগরপাল গৌরব শর্মা-সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশকর্তারা। সঙ্গে ছিলেন দমকল এবং অনান্য সংশ্লিষ্ট দফতরের কর্তারাও। শিয়ালদহ মেট্রো উদ্বোধনের পর যেহেতু প্রথম বইমেলা এটি, তাই বইপ্রেমীদের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন প্রত্যেকেই। তাই আগাম প্রস্তুতি হিসেবে কী কী ব্যবস্থাপনা নেওয়া হবে তা খতিয়ে দেখতেই আজকের এই পরিদর্শন।
advertisement
advertisement
আরও পড়ুন: রাঘব বোয়াল থেকে চুনো পুঁটি, ৫১৭ বছরের এই মেলা মাছপ্রেমীদের কাছে স্বর্গ! কোথায় হয় জানেন?
পরিদর্শন করে বিধাননগর পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান, এ বছর মেট্রোর কারণে অতিরিক্ত বইপ্রেমী পা রাখতে চলেছেন কলকাতা বইমেলায়। তাই মেলায় অংশগ্রহণকারী মানুষকে যাতে সবরকমভাবে সুযোগ-সুবিধা করে দেওয়া যায় সেই ব্যবস্থা করবে পুলিশ। গোটা এলাকা ঘুরে দেখে নিজেদের মধ্যে আলোচনা করে নিরাপত্তা ব্যবস্থা-সহ অন্যান্য সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে পুলিশের তরফে।
advertisement
পাশাপাশি গিল্ডের তরফেও কলকাতা বইমেলার উদ্বোধনের সময় পরিবর্তনের কথা জানানো হয়েছে। বিকাল সাড়ে চারটের পরিবর্তে এবার দুপুর ২টোর সময় ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হবে। ৩০ জানুয়ারি দুপুর ২টোয় কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে সল্টলেকে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করতে এসে এমনটাই জানালেন গিল্ডের সেক্রেটারি ত্রিদিব চট্টোপাধ্যায়। মানুষের ভিড়ের কথা মাথায় রেখে অতিরিক্ত পার্কিং এবং তার পাশাপাশি নিরাপত্তার প্রয়োজনে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি লাগানোর কথা জানান তিনি। জনসাস্থ্য কারিগরি দফতরের তরফে দেওয়া জলের পাউচ যাতে বইমেলা প্রাঙ্গণকে দূষিত না করে সেই কারণে সরকারি তরফে আলাদাভাবে পরিচ্ছন্নতার উদ্যোগও নেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2023 8:17 PM IST