Kolkata Book Fair 2024: উপচে পড়ছে পাঠকের ভিড়, প্রতি বছর বইমেলার বাইরে ‘বইয়ের হাট’ সাজিয়ে বসেন প্রৌঢ়

Last Updated:

Kolkata Book Fair 2024:বই বিক্রি তো শুধু পেশা নয়, বই পড়তে তো তিনি নিজেও ভালবাসেন। সেই টানেই ভ্যানে বই বিক্রি শুরু করেন এই প্রৌঢ়।

কলকাতা বইমেলা
কলকাতা বইমেলা
কলকাতা : কলকাতা বইমেলার শেষ পর্বেও বইপ্রেমীদের নজর কাড়ল ‘বইয়ের হাট’। এদেশ, ওদেশ থেকে শুরু করে নানা ভাষার নানা বই মিলছে খুবই কম দামে! আশ্চর্য লাগছে বই মেলায় ‘বইয়ের হাট’ আবার কী? আসলে এই বইয়ের হাট ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বই মেলার ভিতরে নয়, বসেছে বাইরে! বইমেলার চার নম্বর গেটের ঠিক বিপরীতের পার্কিং এলাকায় দাঁড়িয়ে ২ টি ভ্যান। তাতেই মিলছে হরেক স্বাদের বই। আর এই ভ্যান দু’টির নামই ‘বইয়ের হাট’। মূল মেলার অংশ না হলেও মেলার মতোই সমান তালে পাঠকদের ভিড় এই ভ্যানের সামনে। আর বইপ্রেমী ক্রেতাদের সামলাচ্ছেন প্রৌঢ় দুলাল বিশ্বাস।
শুধু ইদানীংই নয়। ময়দান চত্বরে যখন বইমেলা হত, সেই সময় থেকে বইমেলার ভিতরে স্টল না দিলেও ঘুরে ঘুরে বই বিক্রি করতেন দুলাল বিশ্বাস। পরবর্তী সময়ে স্টল ছাড়া বই বিক্রি করা যাবে না বলে তাঁকে পুলিশ সরিয়ে দেয় বলে অভিযোগ তাঁর। ঘুরে ঘুরে বই বিক্রি করা এই বয়সে  সমস্যা। সেই ভাবনা তাঁকে ভাবাচ্ছিল। কারণ বই বিক্রি তো শুধু পেশা নয়, বই পড়তে তো তিনি নিজেও ভালবাসেন। সেই টানেই ভ্যানে বই বিক্রি শুরু করেন এই প্রৌঢ়।
advertisement
আরও পড়ুন : রাজ্যের কোথায় কবে বৃষ্টি? শীত কি শেষ নাকি ফিরবে কনকনে ঠান্ডা? আবহাওয়ার বড় আপডেট জানুন
বইয়ের হাট কেমন চলছে জিজ্ঞাসা করায় তিনি জানান, “বহু দিন ধরেই বই বিক্রি করছি, ময়দান বইমেলা থেকে মিলন মেলা আর এখন করুণাময়ী।গত বছরও সল্টলেক করুণাময়ী বইমেলার বাইরে ভ্যান সাজিয়ে বিক্রি করেছি বই। এবছরও করছি। অনেকেই ইদানীং বলেন বইয়ের পাঠক নাকি কমেছে। কিন্তু আমার স্টলে দাড়িয়ে কী মনে হচ্ছে? কমেছে নাকি? গত বছরের থেকেও এ বছর আরও ভাল বিক্রি হয়েছে। আমি খুবই খুশি।”
advertisement
advertisement
বইমেলা ঘুরে  বাইরে বেরিয়ে বইয়ের হাট যেন এ বছরও উপরি পাওনা  বইপ্রেমীদের কাছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Book Fair 2024: উপচে পড়ছে পাঠকের ভিড়, প্রতি বছর বইমেলার বাইরে ‘বইয়ের হাট’ সাজিয়ে বসেন প্রৌঢ়
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement