Assembly: খারাপ রাস্তা নিয়ে একের পর এক অভিযোগ! দৃষ্টি আকর্ষণ করতে বিধানসভায় বসছে ড্রপ বক্স

Last Updated:

অধ্যক্ষের নির্দেশ মেনে মন্ত্রী পুলক রায় জানান, তিনি অবশ্যই বিধানসভায়  ড্রপ বক্স রাখার ব্যবস্থা করছেন। যারা যারা অভিযোগ জানাবেন সেই অভিযোগ খতিয়ে দেখে তাঁর দফতর ব্যবস্থা নেবে।

* খারাপ রাস্তা নিয়ে দৃষ্টি আকর্ষণ করতে বিধানসভায় বসছে ড্রপ বক্স
* খারাপ রাস্তা নিয়ে দৃষ্টি আকর্ষণ করতে বিধানসভায় বসছে ড্রপ বক্স
কলকাতা: রাস্তার অবস্থা খুব খারাপ। বিধানসভায় পূর্ত দফতরের আলোচনায় এমনটাই বললেন অধ্যক্ষ। পূর্ত দফতরের আলোচনায় উষ্মা প্রকাশ করে বললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উষ্মার সম্মুখীন হলেন রাজ্যের পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায়। বিধানসভায়  পূর্ত দফতর নিয়ে প্রশ্নোত্তর পর্বে অনেক বিধায়ক‌ই নিজ নিজ এলাকায় রাস্তার খারাপ অবস্থা নিয়ে মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে থাকেন। মন্ত্রীও তাঁর মতো করে প্রতিটা ক্ষেত্রে উত্তর দিচ্ছিলেন। কিন্তু দেখা যায় একজন বিধায়কের প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আরও বেশ কয়েকজন বিধায়ক হাত তুলে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করতে থাকেন।
এই সময়‌ই মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পূর্ত দফতরের মন্ত্রী কে উদ্দেশ্য করে বলেন, “এত মানুষ হাত তুলছেন রাস্তা নিয়ে প্রশ্ন করার জন্য। সত্যি কথা বলতে বর্ষায় রাস্তার খারাপ হয়েছে। রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ।” এই প্রসঙ্গেই অধ্যক্ষ মন্ত্রী পুলক রায়কে বলেন, “আপনি এর আগে জনস্বাস্থ্য কারিগরি দফতরের জন্য বিধানসভায় একটা ড্রপ বক্স রেখেছিলেন। আমি আপনাকে বলছি আপনি রাস্তার জন্যেও বিধানসভায় একটা ড্রপ বক্স রাখুন। যেসব মাননীয় সদস্যদের(বিধায়কদের) নিজ নিজ এলাকার রাস্তা নিয়ে অভিযোগ জানানোর আছে, তারা তা সেখানে জানাবেন। দুই দিনের মধ্যে সবাইকে অভিযোগ জানানোর জন্য বলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 
advertisement
অধ্যক্ষের নির্দেশ মেনে মন্ত্রী পুলক রায় জানান, তিনি অবশ্যই বিধানসভায়  ড্রপ বক্স রাখার ব্যবস্থা করছেন। যারা যারা অভিযোগ জানাবেন সেই অভিযোগ খতিয়ে দেখে তাঁর দফতর ব্যবস্থা নেবে। যদিও মন্ত্রী এর সঙ্গেই জানান যে অনেকেই রাস্তা নিয়ে যে অভিযোগ করেন বা করেছেন তার মধ্যে এমন অনেক রাস্তা আছে যা তাঁর দফতরের মধ্যে পড়ে না। রাজ্যে রাস্তা তৈরি ও রক্ষণাবেক্ষণ এর কাজ করে পূর্ত দফতর, পঞ্চায়েত দফতর, শহরাঞ্চলে অনেক ক্ষেত্রেই নগরোন্নয়ন দফতর। ফলে রাস্তা খারাপ থাকার ক্ষেত্রে শুধু পূর্ত দফতরের কিছু করার থাকে না।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Assembly: খারাপ রাস্তা নিয়ে একের পর এক অভিযোগ! দৃষ্টি আকর্ষণ করতে বিধানসভায় বসছে ড্রপ বক্স
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement