#কলকাতা: প্রবল কম্পন কেঁপে উঠল অসম , উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিমবঙ্গ৷ ভূমিকম্প এত জোরালো ছিল যে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কম্পন (Earthquake in Bengal) অনুভূত হয় বলে শোনা যাচ্ছে৷
বুধবার সকালে প্রবল কম্পন অনুভূত হয় তেজপুরে৷ National Centre of Seismology জানিয়েছেন রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৬.৪৷ প্রথম কম্পনটি অনুভূত হয় সকাল ৭.৫১ এ৷ পাওয়া তথ্য অনুযায়ি ভূমিকম্পের উপকেন্দ্র তেজপুর থেকে ৪৩ কিলোমিটার পশ্চিমে৷
এরপর দু‘টি আফটার শক অনুভূত হয়৷ একটি ৭.৫৫ ও অন্যটি তার কয়েক মিনিট পরেই আসে৷ রিখটার স্কেলে এগুলির মান ৪.৩ ও ৪.৪৷ উত্তরবঙ্গ ও অসমের বিভিন্ন এলাকায় প্রবল কম্পনের খবর সামনে আসতে শুরু করে৷ লোকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ভূমিকম্পের বিষয়টি ট্যুইট করে জানান৷ যাঁরা ভূমিকম্প অনুভব করেছেন তাঁরা জানিয়েছেন প্রায় ৩০ সেকেন্ড কম্পন অনুভূত হচ্ছিল৷ বিল্ডিং পুরো কাঁপতে থাকে৷ The US Geological Survey জানিয়েছে ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির তলায় ২৯ কিলোমিটার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Earthquake