#কলকাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival 2022) দিন ঘোষণা করল রাজ্য সরকার। ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধন হওয়ার কথা নজরুল মঞ্চে।
সাধারণত নভেম্বর মাসে চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival 2022) অনুষ্ঠিত হওয়ার কথা। করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তে তা পিছিয়ে ৭ থেকে ১৪ জানুয়ারি সূচি ঘোষণা করে রাজ্য় সরকার। কিন্তু কমিটির দায়িত্বে থাকা অনেক তারকা করোনা আক্রান্ত হওয়ায় ফের উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন সিনেমাপ্রেমীরা।
আরও পড়ুন: আইসক্রিম খেয়ে কমবে ওজন? জানুন ও জানান
২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। চলবে ১ মে অবধি। এবারেও ফিল্ম ফেস্টিভ্য়ালে বসতে চলেছে চাঁদের হাট। অমিতাভ থেকে শাহরুখ কারা কারা থাকছেন সে সব অবশ্য় সময়ের অপেক্ষা?
রাজ্য়ে করোনা পরিস্থিতি অবশেষে স্বাভাবিক। গতকাল বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, দুই বছর পর ৩১ মার্চ থেকেই করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ (West Bengal Covid Restrictions) তুলে নেওয়া হচ্ছে। তবে নৈশ কার্ফু (Night Curfew) বা কন্টেনমেন্ট জ়োন(Containment Zone)-র মতো নানা বিধিনিষেধ (West Bengal Covid Restrictions Withdrawn) তুলে নেওয়া হলেও, মাস্ক (Mask) পরা ও সামাজিক দূরত্ববিধির (Social Distancing) মতো স্বাস্থ্য সংক্রান্ত নিয়মগুলি মেনে চলার শর্ত এখনও জারি থাকবে। বিনোদন জগতেও স্বস্তির হাওয়া এবার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kiff 2022