Joka-Taratala Metro Fare: একেবারে কম খরচায় চাপুন, সর্বনিম্ন ভাড়া ৫ টাকা, সবচেয়ে বেশি ভাড়া ২০ টাকা

Last Updated:

Joka-Taratala Metro Fare: জানুয়ারির শুরুতেই ওয়ান স্টপ মেট্রো জোকা থেকে তারাতলা। 

Know fare chart of joka taratala metro
Know fare chart of joka taratala metro
#কলকাতা:  মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই রুটের সর্বনিম্ন ভাড়া হতে চলেছে ৫ টাকা। সর্বোচ্চ ভাড়া হতে চলেছে ২০ টাকা। জোকা-এসপ্ল্যানেড মেট্রো রুটে আপাতত তারাতলা পর্যন্তই ছুটবে গাড়ি। জোকা এবং তারাতলার মধ্যে রয়েছে ৪টি স্টেশন। ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।
জোকা থেকে প্রথম স্টেশন ঠাকুরপুর পর্যন্ত মেট্রো ভাড়া ৫ টাকা। বেহালা চৌরাস্তা পর্যন্ত যেতে খরচ হবে ১০ টাকা।তারাতলা পর্যন্ত যেতে যাত্রীদের খরচ হবে ২০ টাকা। ২০ টাকার বেশি আপাতত মেট্রো ভাড়া এই লাইনে থাকছে না। সর্বনিম্ন ৫ টাকা মেট্রো ভাড়া হওয়ায় যাত্রীদের অনেকেই বিরাট সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। এই লাইনের বাকি অংশের কাজও জোরকদমে চলছে।
advertisement
advertisement
জোকা-তারাতলা মেট্রো রুট:জমি জট, মাঝেরহাটের ব্রিজ ভেঙে পড়া সহ একাধিক সমস্যায় বারবার বাধা পেয়েছে জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প। প্রায় ১০ কিলোমিটার রুটের কাজ শেষ হতে এখনও কয়েক বছর লাগবে। এই রুটেরই সাড়ে ৬ কিলোমিটার অংশ চালু হতে চলেছে। এই রুটে রয়েছে মোট ছ’টি স্টেশন। এই স্টেশনগুলি হল জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।
advertisement
ওয়ান মেট্রো সার্ভিস অবশ্য হচ্ছে এই রুট। তবে আগামী ছয় মাসে এই অবস্থার বদল হবে বলে জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। এই মেট্রো রুটে এখনও অটো সিগন্যালিং ব্যবস্থা বসানো হয়নি। তাই আপাতত ‘ওয়ান মেট্রো সার্ভিস’ পদ্ধতিতে এই রুট মেট্রো চালু করা হচ্ছে। অর্থাৎ, একটি ট্রেনই যাত্রী নিয়ে তারাতলা থেকে জোকা যাবে। সেই ট্রেনটাই আবার জোকা থেকে যাত্রী নিয়ে ফিরে আসবে তারাতলায়। অর্থাৎ, একটি মেট্রো মিস করলে পরের ট্রেনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় বসে থাকতে হবে স্টেশনে। মেট্রো অবশ্য আশাবাদী। দীর্ঘ বছর ধরে আটকে থাকা প্রকল্পের কাজ অবশেষে আশার আলো দেখল। ২০২২ সালের শেষে গড়াচ্ছে মেট্রোর চাকা। এর ফলে খুশি বেহালাবাসীরা।
advertisement
 ABIR GHOSHAL
বাংলা খবর/ খবর/কলকাতা/
Joka-Taratala Metro Fare: একেবারে কম খরচায় চাপুন, সর্বনিম্ন ভাড়া ৫ টাকা, সবচেয়ে বেশি ভাড়া ২০ টাকা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement