Pele Passed Away: আর নেই পেলে, রয়ে গেল বিপুল কোটি কোটি-র সম্পত্তি, রইল হিসেব-নিকেশ

Last Updated:
ব্রাজিলিয়ান লিগে মাত্র ১৬ বছর বয়সে তিনি সর্বোচ্চ গোলদাতা ছিলেন৷
1/9
#কলকাতা: পেলে নিজের রিটায়েরমেন্টের এক যুগ পরেও দশ লক্ষ ডলার করে রোজগার করতেন এনডর্সমেন্টের সুবাদে৷ বিশেষত পুমা-র (Puma) থেকে পাওয়া ডিলের সৌজন্যে৷
#কলকাতা: পেলে নিজের রিটায়েরমেন্টের এক যুগ পরেও দশ লক্ষ ডলার করে রোজগার করতেন এনডর্সমেন্টের সুবাদে৷ বিশেষত পুমা-র (Puma) থেকে পাওয়া ডিলের সৌজন্যে৷
advertisement
2/9
টপ ডিভিশনের জন্য খেলায় পেলে একাধিক দুর্দান্ত রেকর্ডের মালিক ছিলেন৷ যার মধ্যে রয়েছে সর্বাধিক ৫৪১ টি গোল৷ আর সব রেকর্ড মেলালে ১২৯৭ গোল করেছিলেন তিনি৷ ব্রাজিলে জন্ম নেওয়া পেলেকে জাতীয় নায়ক হিসেবে বিবেচনা করা হত৷ এক মরশুমে সর্বাধিক ৭৭ টি গোল করেছিলেন তিনি৷
টপ ডিভিশনের জন্য খেলায় পেলে একাধিক দুর্দান্ত রেকর্ডের মালিক ছিলেন৷ যার মধ্যে রয়েছে সর্বাধিক ৫৪১ টি গোল৷ আর সব রেকর্ড মেলালে ১২৯৭ গোল করেছিলেন তিনি৷ ব্রাজিলে জন্ম নেওয়া পেলেকে জাতীয় নায়ক হিসেবে বিবেচনা করা হত৷ এক মরশুমে সর্বাধিক ৭৭ টি গোল করেছিলেন তিনি৷
advertisement
3/9
 পেলে ফুটবল থেকে অবসর নেওয়ার পর ব্রাজিলের রাজনীতিতে অংশ নেন৷ যেখাবে তিনি দরিদ্র মানুষদের জন্য কাজ করতেন৷ তিনি পুরো জীবন ব্রাজিল তথা সারা বিশ্বের গ্লোবাল অ্যাডভোকে়ড হিসেবে কাজ করেছেন৷
 পেলে ফুটবল থেকে অবসর নেওয়ার পর ব্রাজিলের রাজনীতিতে অংশ নেন৷ যেখাবে তিনি দরিদ্র মানুষদের জন্য কাজ করতেন৷ তিনি পুরো জীবন ব্রাজিল তথা সারা বিশ্বের গ্লোবাল অ্যাডভোকে়ড হিসেবে কাজ করেছেন৷
advertisement
4/9
পেলের মোট সম্পত্তির পরিমাণ বিপুল৷ পেলে ৮২ বছর বয়সে মৃত্যুকালে বিশাল ১০০  মিলিয়ন ডলার সম্পত্তি রেখে গেলেন৷
পেলের মোট সম্পত্তির পরিমাণ বিপুল৷ পেলে ৮২ বছর বয়সে মৃত্যুকালে বিশাল ১০০  মিলিয়ন ডলার সম্পত্তি রেখে গেলেন৷
advertisement
5/9
তিনি স্যান্টোসের কোচকে মাত্র ১৫ বছর বয়সে নিজের স্কিল দিয়ে মুগ্ধ করেছিলেন৷ সেই থেকে স্যান্টোস এফসিতে তাঁর ফুটবল কেরিয়ারের শুরু৷ ১৯৫৬ সালে নিজের কন্ট্র্যাক্ট সাইন করেন তিনি৷ তারপরেই তিনি নিজেদের পেশাদার অভিষেক ঘটান৷ নিজের প্রথম ম্যাচেই গোল করেছিলেন পেলে৷
তিনি স্যান্টোসের কোচকে মাত্র ১৫ বছর বয়সে নিজের স্কিল দিয়ে মুগ্ধ করেছিলেন৷ সেই থেকে স্যান্টোস এফসিতে তাঁর ফুটবল কেরিয়ারের শুরু৷ ১৯৫৬ সালে নিজের কন্ট্র্যাক্ট সাইন করেন তিনি৷ তারপরেই তিনি নিজেদের পেশাদার অভিষেক ঘটান৷ নিজের প্রথম ম্যাচেই গোল করেছিলেন পেলে৷
advertisement
6/9
ব্রাজিলিয়ান লিগে মাত্র ১৬ বছর বয়সে তিনি সর্বোচ্চ গোলদাতা ছিলেন৷ তিনি ১৯৫৮, ১৯৬২ তে বিশ্বকাপে তাঁর যোগদান৷ পেলে স্যান্টোসের সঙ্গেই ছিলেন একাধিক ক্লাবের থেকে তাঁকে আকর্ষণীয় অফার দিলেও তিনি স্যান্টোসের সঙ্গেই ছিলেন৷ তাঁর দল ১৯৬২ সালে ইন্টারকন্টিনেন্টল কাপ এবং ১৯৬৩ সালে কোপা লিবারেটোডরেস জেতেন৷
ব্রাজিলিয়ান লিগে মাত্র ১৬ বছর বয়সে তিনি সর্বোচ্চ গোলদাতা ছিলেন৷ তিনি ১৯৫৮, ১৯৬২ তে বিশ্বকাপে তাঁর যোগদান৷ পেলে স্যান্টোসের সঙ্গেই ছিলেন একাধিক ক্লাবের থেকে তাঁকে আকর্ষণীয় অফার দিলেও তিনি স্যান্টোসের সঙ্গেই ছিলেন৷ তাঁর দল ১৯৬২ সালে ইন্টারকন্টিনেন্টল কাপ এবং ১৯৬৩ সালে কোপা লিবারেটোডরেস জেতেন৷
advertisement
7/9
পেলে খেলবেন বলে নাইজেরিয়ান সিভিল ওয়ারের দুটি দল ৪৮ ঘণ্টা ১৯৬৯ সালে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল৷ পেলে এরপর ১৯৭৪ সালে নিউ ইয়র্ক কসমসের হয়ে খেলেন৷ কিন্তু ইন্টারমিলান এবং রিয়েল মাদ্রিদের মতো ক্লাবের জন্য খেলেন৷
পেলে খেলবেন বলে নাইজেরিয়ান সিভিল ওয়ারের দুটি দল ৪৮ ঘণ্টা ১৯৬৯ সালে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল৷ পেলে এরপর ১৯৭৪ সালে নিউ ইয়র্ক কসমসের হয়ে খেলেন৷ কিন্তু ইন্টারমিলান এবং রিয়েল মাদ্রিদের মতো ক্লাবের জন্য খেলেন৷
advertisement
8/9
১৯৯২ সালে পেলে ইউনেসকো চ্যাম্পিয়ন্স ফর স্পোর্টসে পিছিয়ে থাকা অর্থনীতির শিশুদের খেলার বিকাশের জন্য নিযুক্ত হন৷ কিন্তু ২০০১ সালে এক বিশাল আর্থিক ঘোটালা সামনে আসে৷ এই আর্থিক দুর্নীতিতে তিন ৭ লক্ষ ডলার তছরূপের অংশ ছিলেন৷
১৯৯২ সালে পেলে ইউনেসকো চ্যাম্পিয়ন্স ফর স্পোর্টসে পিছিয়ে থাকা অর্থনীতির শিশুদের খেলার বিকাশের জন্য নিযুক্ত হন৷ কিন্তু ২০০১ সালে এক বিশাল আর্থিক ঘোটালা সামনে আসে৷ এই আর্থিক দুর্নীতিতে তিন ৭ লক্ষ ডলার তছরূপের অংশ ছিলেন৷
advertisement
9/9
তাঁর মার্কেটিং কোম্পানি পেলে স্পোর্টস অ্যান্ড মার্কেটিং ইউনিসেফের থেকে টাকা ধার করেছিলেন একটি প্রীতি ম্যাচের জন্য যা কখনও খেলা হয়নি৷ পেলে অডিট করে নিজের পার্টনারের বিরুদ্ধে ৪ মিলিয়ন ডলারের আর্থিক তছরুপের অভিযোগ করেন৷  যা কখনই প্রুভ হয়নি৷
তাঁর মার্কেটিং কোম্পানি পেলে স্পোর্টস অ্যান্ড মার্কেটিং ইউনিসেফের থেকে টাকা ধার করেছিলেন একটি প্রীতি ম্যাচের জন্য যা কখনও খেলা হয়নি৷ পেলে অডিট করে নিজের পার্টনারের বিরুদ্ধে ৪ মিলিয়ন ডলারের আর্থিক তছরুপের অভিযোগ করেন৷  যা কখনই প্রুভ হয়নি৷
advertisement
advertisement
advertisement