বউবাজারে দুর্ভোগ অব্যাহত, ছটপুজো নিয়ে অনিশ্চয়তা! ক্ষতিগ্রস্তদের বড় আশ্বাস KMRCL-এর

Last Updated:

সোনার ব্যবসায় অসুবিধা হবে না বলেই জানাচ্ছে KMRCL

বউবাজারের ক্ষতিগ্রস্ত বাড়ি, ফাইল ছবি
বউবাজারের ক্ষতিগ্রস্ত বাড়ি, ফাইল ছবি
#কলকাতা: কালীপুজো মিটলেই শুরু হয়ে যাবে ছটপুজো। বউবাজার অঞ্চলে মেট্রোর কাজের জন্যে একাধিক ব্যক্তি সমস্যার মধ্যে পড়েছেন। বহু মানুষ আছেন যাদের ছটপুজো কোথায় হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। KMRCL তাদের একটি জায়গা বাছাই করে দিয়েছিল। যদিও তাঁরা সেখানে যাবেন না বলে জানিয়েছেন৷ স্থানীয় কাউন্সিলর মারফত তারা আবেদন করেছেন তাঁদের যেন পুজোর সময়ে নয়া বাসন দেওয়া হয়। KMRCL এর জিএম অ্যাডমিন একে নন্দী জানিয়েছেন, "আমরা এই প্রস্তাবে রাজি৷ স্থানীয় কাউন্সিলর আমাদের জানাক কত বাসন আমাদের কিনে দিতে হবে। আমরা সেই মোতাবেক বাসন কিনে দেব। আমাদের তরফে যতটা সাহায্য করা যায় ততটা করব।"
সামনেই ধনতেরাস, দীপাবলি৷ তা কাটতে না কাটতেই বিয়ের মরশুম। উৎসব আবহে মাথায় হাত পড়েছিল বউবাজারের স্বর্ণ ব্যবসায়ীদের। বউবাজার এলাকায় রয়েছে একাধিক সোনার দোকান। গত শুক্রবার ভোরে মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল দেওয়ায় স্বর্ণ ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছিল। দেখা যাচ্ছে যেখানে বসে তাঁরা কাজ করছেন তারই ওপরে দেখা দিয়েছে ফাটল। ফাটলের জেরে তড়িঘড়ি অনেক স্বর্ণ ব্যবসায়ী সোনার গয়না গাঁটি ব্যাগ সুটকেস, ট্রাঙ্কে ভরে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ সকাল থেকেই বাংলা স্তব্ধ করার হুঁশিয়ারি বিজেপি-র,  রাজ্য জুড়ে প্রতিবাদে বামেরাও
স্বর্ণ শিল্প বাঁচাও সংগঠনের সভাপতি সমর দে জানিয়েছেন, ”কোভিডকালে এমনিতেই ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। সামনেই ধনতেরাস, দীপাবলি৷ আর তারপরই বিয়ের মরশুম। প্রচুর অর্ডার হাতে রয়েছে। কীভাবে কী সামাল দেব তা ভেবেই আমাদের সংগঠনের দিশেহারা অবস্থা। এবারে প্রচুর মানুষ ধনতেরাস উপলক্ষে আসছেন। তারা ছোট জিনিস নন, বড় জিনিসকেনার দিকেই ঝুঁকছেন৷ ফলে ব্যবসা এবার ভালই হবে। তাই যাতে আর কোনও সমস্যা না হয় সেটা দেখতে বলা হয়েছে।"
advertisement
advertisement
সংগঠনের বক্তব্য ছটি দোকানের অবস্থা খুব খারাপ। সেই বিষয়ে তারা জানিয়েছে KMRCL আধিকারিকদের৷ তাঁদের তরফেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে KMRCL৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বউবাজারে দুর্ভোগ অব্যাহত, ছটপুজো নিয়ে অনিশ্চয়তা! ক্ষতিগ্রস্তদের বড় আশ্বাস KMRCL-এর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement