Kolkata Metro in Union Budget: বাজেটে বরাদ্দ বাড়ল কলকাতার মেট্রোর, কাজের গতি বাড়তে পারে দুই মেট্রো প্রকল্পে

Last Updated:

Metro rail: কলকাতা মেট্রোর ক্ষেত্রে দু’টি প্রকল্পের ক্ষেত্রে বাজেটে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে এই বাজেটে। কোন কোন মেট্রো প্রকল্পে বাড়ল বরাদ্দ?

বরাদ্দ বাড়ল কলকাতা মেট্রোয়।
বরাদ্দ বাড়ল কলকাতা মেট্রোয়।
নয়াদিল্লি: রেল বাজেট এখন আর পৃথক ভাবে পেশ করা হয় না। সাধারণ বাজেটের মধ্যেই উল্লেখ থাকে রেল নিয়ে বরাদ্দের। কলকাতার মেট্র্রো বা রাজ্যের কোন রেল প্রকল্পে কেমন গতি আসবে তার আভাস পাওয়া যায় বাজেট থেকে। ‍
কলকাতা মেট্রোর ক্ষেত্রে দু’টি প্রকল্পের ক্ষেত্রে বাজেটে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে এই বাজেটে। কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের বাজেটে বরাদ্দ ৬০০ কোটি থেকে বেড়ে ৯০৬ কোটি হল। এর মধ্যে মেট্রো রেলের দমদম এয়ারপোর্ট-নিউগড়িয়া ভায়া রাজারহাট নির্মাণে মাত্র ৪১ কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। গতবারের বাজেটে ১৭৫০ কোটি টাকা বরাদ্দ ছিল। এবারের বাজেটে সেই বরাদ্দের পরিমাণ ১৭৯১.৩৯ কোটি টাকা।
advertisement
advertisement
জোকা-বিবাদি বাগ ভায়া মাঝেরহাট মেট্রো প্রকল্পে অনেকটাই বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। গতবার বরাদ্দ ছিল ৮০০ কোটি এবার তা বেড়ে হয়েছে ১২০৮.৬১কোটি টাকা, অর্থাৎ ৪০০ কোটি টাকারও বরাদ্দ বেড়েছে। তবে অন্যান্য মেট্রোরেল প্রকল্পগুলির কাজে কতটা গতি আসবে তা বলা যাচ্ছে না। রেল প্রকল্পগুলির মধ্যে ভাবাদিঘি প্রকল্পে বরাদ্দ বাড়ল রেলের, ২০০ কোটি দেওয়া হয়েছে এই রেল প্রকল্পে (তারকেশ্বর-বিষ্ণুপুর রেল)।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro in Union Budget: বাজেটে বরাদ্দ বাড়ল কলকাতার মেট্রোর, কাজের গতি বাড়তে পারে দুই মেট্রো প্রকল্পে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement