Union Budget 2024: ন্যাশনাল পেনশন স্কিমে এবার জমা হবে আরও বেশি টাকা, চাকরিজীবীদের জন্য ঘোষণা নির্মলার
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
National Pension Scheme: পেনশন খাতে এবার খরচ বাড়তে চলেছে মধ্যবিত্তের। আগে যেখানে মূল বেতন থেকে ১০ শতাংশ জমা করতে হত পেনশন খাতে (নিউ পেনশন স্কিম), এবার সেই জায়গায় পেনশন খাতে জমা করতে হবে মূল বেতনের ১৪%।
পেনশন খাতে এবার খরচ বাড়তে চলেছে মধ্যবিত্তের। আগে যেখানে মূল বেতন থেকে ১০ শতাংশ জমা করতে হত পেনশন খাতে (নিউ পেনশন স্কিম), এবার সেই জায়গায় পেনশন খাতে জমা করতে হবে মূল বেতনের ১৪%। অর্থাৎ প্রাপ্ত বেতনের পরিমাণ কিছুটা হলেও কমবে মধ্যবিত্তের।
নতুন কর কাঠামোর আওতায় যারা পড়েন সেই সরকারি এবং বেসরকারি উভয় সেক্টরের কর্মীদেরই পেনশন খাতে মূল বেতনের ১৪ শতাংশ টাকা জমা করতে হবে। সরকারি চাকরিজীবীদের বেতন থেকে ইতিমধ্যেই ১৪ শতাংশ টাকা কাটা শুরু হয়েছিল পেনশন খাতে জমা করার জন্য। এবার বেসরকারি কর্মীদের জন্যও তা কার্যকর করা হতে চলেছে। তবে এই পরিমাণ বাড়ানোয় অবসরের পরে লাভবান হবেন চাকরিজীবীরা।
advertisement
advertisement
তবে নিউ পেনশন স্কিম নিয়ে খুশি নয় অনেক রাজ্য-সহ পেনশন ভোগীরা। সেই জন্যই অবিজেপি শাসিত অনেক রাজ্যই ডিএ-সহ তৈরি হওয়া পুরনো পেনশন স্কিমেই (ওল্ড পেনশন স্কিম) ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে অন্যান্য রাজ্যের শ্রমিক সংগঠনগুলিও একই দাবিতে সরব হয়েছে। পুরনো পেনশন স্কিমে অবসর নেওয়া সরকারি কর্মচারীরা নিজের শেষ বেতনের ৫০ শতাংশ প্রতি মাসে পেনশন বাবদ পান। ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় সেটি।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2024 5:44 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2024: ন্যাশনাল পেনশন স্কিমে এবার জমা হবে আরও বেশি টাকা, চাকরিজীবীদের জন্য ঘোষণা নির্মলার