KMC Agitation: তিন মাস বেতন বন্ধ! বকেয়া বেতনের দাবিতে কলকাতা পুরসভায় বিক্ষোভ মালিদের
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
KMC Agitation: বকেয়া বেতনের দাবিতে ডিজির ঘরের সামনে বিক্ষোভ কর্পোরেশনের চুক্তিভিত্তিক মালিদের
কলকাতা : কাজ করছেন, তবু মাস গেলে বেতন মিলছে না। বেতন নিয়ে ফের টালমাটাল অবস্থা কলকাতা পুরসভার। এ বার চুক্তিভিত্তিক মালিরা প্রায় তিন মাস ধরে পাচ্ছেন না বেতন। বকেয়া বেতনের দাবি এবং ঠিকাদার সংস্থাকে বাতিলের দাবি করেন মালিরা। উদ্যান বিভাগের ডিজি-র ঘরের সামনে বিক্ষোভ সামিল হন তাঁরা।
কলকাতা পুরসভার উদ্যান বিভাগের মালিরা চুক্তিভিত্তিক কাজে নিয়োগ হন। ঠিকাদার সংস্থার মাধ্যমে পিএফ, ইএসআই কেটে মাসে বেতন মেলে ৮ হাজার থেকে ৮৫০০ টাকা । এমনিতেই মূল্যবৃদ্ধির বাজারে এই টাকা দিয়ে সংসার চলে না। তার উপর অভিযোগ, জানুয়ারি মাস থেকে বেতন বন্ধ। ক্রমশ দেনার দায়ে জড়িয়ে পড়ছেন কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক এই ঠিকা শ্রমিকরা।
advertisement
বকেয়া বেতনের পাশাপাশি নিয়মিত বেতনের দাবিতে বিক্ষোভ মিছিলের পর অবস্থান করেন। বিক্ষুব্ধ কর্মীরা দেখা করলেন উদ্যান বিভাগের ডিজি কমল সরকারের সঙ্গে। এদিন দুপুরে কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে পার্সোনেল বিভাগের সামনে থেকে মালিরা বিক্ষোভ মিছিল শুরু করেন। বকেয়া বেতন মেটানোর দাবিতে স্লোগান দেন। পিএফ এবং ইএসআই বাবদ টাকা নির্দিষ্ট সময় জমা দেওয়ার দাবি করেন। বেতনের দাবি জানিয়ে এজেন্সির বিরুদ্ধে প্ল্যাকার্ড বুকে টাঙিয়ে মিছিল করেন তাঁরা।
advertisement
advertisement
আরও পড়ুন : অস্কারের আলোয় পাল্টায়নি জীবন, রঘুর পর নতুন হস্তিসন্তানের যত্নে ব্যস্ত দম্পতি বোম্মান ও বেল্লি
কলকাতা পুরসভার মূল ভবনে উদ্যান বিভাগের ডিজির ঘরের সামনে বিক্ষোভ দেখান। এছাড়াও আধিকারিকের ঘরের সামনেও বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দুই প্রতিনিধি যান ডিজির সঙ্গে দেখা করতে। বেরিয়ে তাঁরা জানান, তাঁদের সমস্যা নিয়ে কথা হয়েছে। ডিজি বিষয়টি পুর কমিশনার বিনোদ কুমার ও উদ্যান বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমারকে জানাবেন। দ্রুত সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন আন্দোলনকারীদের।
advertisement
কলকাতা পুরসভা সূত্রে খবর, যে সংস্থার বিরুদ্ধে বেতন না দেওয়ার অভিযোগ উঠেছে, একটি আইনি জটিলতায় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আদালতের নির্দেশে বন্ধ। তাই বেতনে বিলম্ব হচ্ছে। তবে সম্প্রতি অল্প করে প্রত্যেককে টাকা দেওয়া হয়েছে। পুর কর্তৃপক্ষের তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে কী ভাবে দ্রুত মালিদের বেতন মিটিয়ে দেওয়া যায়।
advertisement
কলকাতা পুরসভার মালি সুশীল হালদার বলেন, ফুলের মেলায় মেতে ছিলেন পুরসভার কর্তাব্যক্তি থেকে আধিকারিকরা। সেই ফুল আমাদের হাতেই তৈরি হয়েছে। অথচ বেতন পাচ্ছি না।
বেতন না পেলে কি এবার থেকে কাজ বন্ধ করে দেবেন? প্রশ্নের উত্তরে সুশীল বাবু বলেন, " আমরা গাছকে শিশুর মত ভালবাসি। তাই টাকা না পেয়েও কোনো মতে কাজ করে চলেছি। কিন্তু এভাবে বেশি দিন হয় না। অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক বকেয়া। বেতন নিয়মিত করুক। পিএফ, ইএসএ-এর টাকা নিয়মিত জমা করুক পুর কর্তৃপক্ষ। না হলে পুরসভার কর্মীদেরই সংসার চালানো কষ্টকর হয়ে যাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 29, 2023 12:28 PM IST