Madan Mitra: 'দ্যাখ কেমন লাগে'! পুরভোটে বিপুল জয়ের পর সেলিব্রেশন মুডে মদন মিত্র

Last Updated:

নেত্রীর বার্তার পরই বিপুল জয়ের সেলিব্রেশনের মুডে মদন মিত্র (Madan Mitra)। বলছেন, 'দ্যাখ কেমন লাগে! আয় সিপিএম দেখে যা। আয় বিজেপি দেখে যা। দ্যাখ কেমন লাগে!' (KMC Election Result 2021)

Madan Mitra
Madan Mitra
#কলকাতা: রবিবার কলকাতা পুর নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। মঙ্গলবার ফল ঘোষণা (KMC Election Result 2021)। পুরভোটে তৃণমূলকে জেতানোর জন্য সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, 'আমাদের সমর্থন করার জন্য মা-মাটি-মানুষকে ধন্যবাদ। মানুষ যত আমাদের সমর্থন করবেন, তত আমাদের মাথা নত হবে।' (KMC Election Result 2021) নেত্রীর বার্তার পরই বিপুল জয়ের সেলিব্রেশনের মুডে মদন মিত্র (Madan Mitra)। বলছেন, 'দ্যাখ কেমন লাগে! আয় সিপিএম দেখে যা। আয় বিজেপি দেখে যা। দ্যাখ কেমন লাগে!' (Madan Mitra)
৭২ শতাংশের উপর ভোট পেয়ে কলকাতা পুরসভা দখল করেছে তৃণমূল। পুরভোটে বিপুল জয়ের পরে, এভাবেই বার্তা দিলেন মদন মিত্র (Madan Mitra)। কালো কাঁচের সানগ্লাস, কালো পাঞ্জাবি-পাজামা পরে সেলিব্রেশনে মাতলেন কামারহাটির বিধায়ক। কলকাতা যখন সবুজ ঝড়ে ব্যস্ত। তখন মদন মিত্রের পরনে কালো কেন? তাঁর সাফ উত্তর, "বিজেপি-সিপিএমের তো রাস্তায় নেমে শোক প্রকাশের মতোও কেউ নেই। তাই আমিই কালো পড়ে শোক প্রকাশ করতে বেরোলাম।"
advertisement
আরও পড়ুন: 'হিংসা-ঘৃণার কোনও স্থান নেই বাংলায়', পুরভোটে বিপুল জয় দেখে মনে করালেন অভিষেক!
এদিন নাতিকে সঙ্গে নিয়েই ভবানীপুরের বাড়িতে মিষ্টি মুখ করলেন মদন মিত্র। মুখে মিষ্টি দিলেও, রাজনৈতিক কটাক্ষ করতে ছাড়েননি মদন বাবু। তাঁর কথায়, "ওরা ট্যুইটেই আছে। ওদের লোক কোথায়? আর আজকে যা হল তাতে এখানে নয়, আসল দোষী ওই কেন্দ্রীয় নেতারা। নাড্ডা আসলে গাড্ডায় ফেলেছে ওদের দলকে। অমিত শাহের ঔদ্ধত্য মানুষ নিতে পারেনি।" আগামী দিনে কি এই জয় জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলকে সুবিধা দেবে? মদন মিত্রের কথায়, লোকসভায় বিজেপি ডাবল ডিজিট ছুঁতে পারবে না।
advertisement
advertisement
আরও পড়ুন: 'TMC ছাড়া আর কেউ নেই', পুরভোটে মানুষকে ধন্যবাদ মদন মিত্রের
এদিন অবশ্য তিনি বলছেন, "ওরা ডাবল ডিজিট পড়ে নেবে, আগে মানুষের কটেজে যাক। মানুষের গৃহে প্রবেশ করুক। তাহলে নয় ভোট পাবে।" এদিন একাধিক কাজে ব্যস্ত থাকলেও ভবানীপুরের খোঁজ খবর রেখেছেন মদন মিত্র। আগামী দিনে তাঁর সাজেশন, "রাজ্যপালের মতো ট্যুইটে থাকুক শুভেন্দু।" এমনকী বিরোধীরা এই জয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল শিবিরকে। সেই কটাক্ষ পালটা ছুড়ে দিয়েছেন মদন মিত্র। তিনি বলছেন, "ওই সব ভিডিও ফুটেজ দিয়ে কিছু হয় না। আগে মানুষের আস্থা অর্জন করুক।"
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra: 'দ্যাখ কেমন লাগে'! পুরভোটে বিপুল জয়ের পর সেলিব্রেশন মুডে মদন মিত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement