KMC Election 2021 | TMC 6 MLA Candidate: মহানগরের পুরভোটে তৃণমূলের প্রার্থী-চমক, লড়াইয়ে ৬ বিধায়ক-১ সাংসদ!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই ছয় বিধায়ক ও এক সাংসদের নাম প্রার্থী হিসেবে বাছাই করেছেন। (KMC Election 2021 | TMC 6 MLA Candidate)
#কলকাতা: কলকাতা পুরসভার ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই তৃণমূলের প্রার্থীতালিকার দিকেই নজর ছিল সকলের। তৃণমূলের পুরভোটের প্রার্থীতালিকাতেও কি 'এক ব্যক্তি এক পদ' নীতি মানা হবে? তবে মানুষের বিশ্বাস ও কাজকে গুরুত্ব দিয়েই শাসকদলের প্রার্থীতালিকায় এদিন রাখা হয়েছে চমক (KMC Election 2021 | TMC 6 MLA Candidate)। কারণ পুরভোটে লড়বেন রাজ্যের ছয় বিধায়ক এবং এক সাংসদও (KMC Election 2021 | TMC 6 MLA Candidate)। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই ছয় বিধায়ক ও এক সাংসদের নাম প্রার্থী হিসেবে বাছাই করেছেন। (KMC Election 2021 | TMC 6 MLA Candidate)
প্রার্থী তালিকা অনুযায়ী, পুরভোটে লড়বেন বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, অতীন ঘোষ ও দেবব্রত মজুমদার। এঁরা প্রত্যেকেই ২১-য়ের ভোটে বিধায়ক নির্বাচিত হয়েছেন। এবার এই চারজনকে প্রার্থী করা ছাড়াও আরও দু'জন দলীয় বিধায়ককে কাউন্সিলর ভোটের লড়াইয়ে নামিয়েছে তৃণমূল। তাঁরা হলেন পরেশ পাল, রত্না চট্টোপাধ্যায়। এছাড়াও পুরভোটে লড়াই করবেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। তবে এক ব্যক্তি, এক পদের নীতিতে পরবর্তীতে তাঁরা কোন পদে থাকবেন তা অবশ্য সময় বলবে।
advertisement
আরও পড়ুন: মমতার ম্যারাথন বৈঠক, কলকাতার প্রার্থী তালিকা ঘোষণা TMC-র! জায়গা পেলেন ফিরহাদও
তৃণমূলের এবারের প্রার্থীতালিকায় প্রচুর নতুন মুখকেও জায়গা দেওয়া হচ্ছে। এরই সঙ্গে রয়েছে পুরনোদের উপর আস্থাও। প্রার্থীতালিকায় ১ নম্বর ওয়ার্ডে কার্তিক মান্না, ২ নম্বরে শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন, ৪৮ নম্বর ওয়ার্ডে বিশ্বরূপ দে, ৯৮ নম্বর ওয়ার্ডে অরূপ চক্রবর্তী, ৯১ নম্বর ওয়ার্ডে বৈশ্বানর চট্টোপাধ্যায়, ১০৯ নম্বরে অনন্যা বন্দ্যোপাধ্যায়, ৩৩ নম্বর ওয়ার্ডে পবিত্র বিশ্বাসের স্ত্রী চিনু বিশ্বাস, ১০৩-এ সুকান্ত দাস, ৮৬ নম্বর ওয়ার্ডে চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু, ৭৩ নম্বর ওয়ার্ডে কাজরী বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: একঝাঁক তরুণ মুখ, তৃণমূলের প্রার্থী তালিকায় মন্ত্রী-বিধায়কদের সন্তানরাও
এছাড়াও বালিগঞ্জে দেবাশিস কুমার, রাসবিহারীতে মালা রায়, মানিকতলায় অতীন ঘোষ, ভবানীপুরে ফিরহাদ হাকিম, টালিগঞ্জে দেবব্রত মজুমদার প্রার্থী হয়েছেন। শুক্রবার তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করার আগে কালীঘাটে দলনেত্রীর বাড়িতে দীর্ঘ বৈঠক করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেখানে মমতা ছাড়াও ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোট কৌশলী প্রশান্ত কিশোর, এ ছাড়া দলের শীর্ষ নেতা পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রাও। বৈঠক শেষে কালীঘাটেই সাংবাদিক বৈঠক করে দলের প্রার্থী তালিকা ঘোষণা করার কথা জানান পার্থ এবং সুদীপ। পার্থ জানান, ১৪৪ টি ওয়ার্ডেই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2021 10:29 PM IST