KK Died in Kolkata: অনুষ্ঠান থেকে ফেরার পরই কী করে মৃত্যু? হোটেলে আসার পর কী ঘটল কেকে-র সঙ্গে?

Last Updated:

KK Died in Kolkata: লিফটে করে এরপর উপরে উঠে যান। কিছুক্ষণের মধ্যে তিনি অসুস্থতাবোধ করায় ফোন করেন হোটেলের রিসেপশন ও নিজের ম্যানেজারকে।

গ্র্যান্ড হোটেলে ঘটল কী?
গ্র্যান্ড হোটেলে ঘটল কী?
#কলকাতা: নজরুল মঞ্চ থেকে ফেরার পর ঠিক কেকে-র ঠিক কী হয়েছিল? প্রোগাম সেরে মৃত্যু কীভাবে? চোখের নিমেষে কিছু বুঝে ওঠার আগেই কি করে মৃত্যু? কী রহস্য লুকিয়ে? কেকে-র মাথায় কীভাবে চোট লাগে? পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে পুলিশ বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে নজরুল মঞ্চ প্রোগ্রাম সেরে কেকে যখন ফিরছিলেন গাড়িতে তিনি জানান অসুস্থবোধ করছেন। এরপর তিনি নিউ মার্কেটে পাঁচ তারা হোটেলে ৪২৮ নম্বর রুমে 4 th ফ্লোরে চলে যান নিজের রুমে। হোটেল ও পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার  রাত ৯ টা ১৫ মিনিট নাগাদ হোটেলে এসে পৌঁছান।
লিফটে করে এরপর উপরে উঠে যান। কিছুক্ষণের মধ্যে তিনি অসুস্থতাবোধ করায় ফোন করেন হোটেলের রিসেপশন ও নিজের ম্যানেজারকে। এরপর তাঁর ম্যানেজার এসে দেখেন কেকে পড়ে আছেন। সম্ভবত টেবিলে কোনায় লেগে মাথায় চোট লাগে বলে পুলিশের কাছে দাবি হোটেল কর্মী ও ম্যানেজারের। তাঁকে সোফায় বসানো হয়। তখন তাঁর শরীরে প্রায় সাড় ছিল না। এরপর হোটেলের গাড়িতে এসি চালিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মঙ্গলবার প্রায় রাত ৯.৩৫ -৪০ নাগাদ বের করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।  স্ট্রেচার করে লিফট করে নামানো হয় হোটেল থেকে। হাসপাতালে ১০ টা নাগাদ পৌঁছালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
advertisement
advertisement
ওয়াকিবহল মহলের প্রশ্ন, কে কে অসুস্থ গাড়িতে বলা সত্ত্বেও কেন আগেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে না? হোটেলের গাড়িতে নিয়ে যাওয়া হলো অথচ অ্যাম্বুলেন্স ডাকা হলো না কেন ? কেন তাৎক্ষনাত পুলিশের কাছে সাহায্য চাওয়া হলো না? পুলিশ সূত্রে খবর, তাঁর ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ঘটনাস্থলে থেকে রুমাল, খাবারের কিছু টুকরো, তোয়ালে বাজেয়াপ্ত করেন ফরেন্সিক আধিকারিকরা।
advertisement
হোটেলে ঘটনার রাতে উপস্থিত কর্মীদের ফ্রিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছেন।কেকে-র মৃত্যুতে কলকাতাবাসী থেকে গোটা দেশবাসীর মন খারাপ।  কেকে  প্রোগ্রামের সময়ে অসুস্থ বোধ করা সত্ত্বেও কেন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হল না? তাঁর মৃত্যুতে সকলের মন ভারাক্রান্ত। কলকাতায় কেকে-র শেষ শো হবে, এটা কেউ ভাবতে পারেননি। আর তাই এখনও অনেকেই বিশ্বাসই করতে পারছেন না যে, কেকে আর নেই। তবে তাঁর গানের মধ্যে দিয়ে তিনি বেঁচে থাকবেন সকলের মধ্যে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KK Died in Kolkata: অনুষ্ঠান থেকে ফেরার পরই কী করে মৃত্যু? হোটেলে আসার পর কী ঘটল কেকে-র সঙ্গে?
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement