Khela Hobe Dibas: মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে 'খেলা হবে' দিবস উদযাপন! বিশেষ সম্মান বাংলার অচিন্ত্য, সৌরভকে

Last Updated:

khela Hobe Dibas: আগামী দিনেও ক্রীড়াবিদদের পাশে থাকার আশ্বাস। 

রাজ্যজুড়ে 'খেলা হবে' দিবস উদযাপন
রাজ্যজুড়ে 'খেলা হবে' দিবস উদযাপন
#কলকাতা:  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে 'খেলা হবে' দিবস পালন হল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। মূল অনুষ্ঠানটি হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি-সহ বিভিন্ন স্তরের মানুষজন অংশ নেন এদিনের অনুষ্ঠানে।
অনুষ্ঠানে কমনওয়েলথ গেমসে বাংলার দুই সফল ক্রীড়াবিদ স্বর্ণপদকপ্রাপ্ত অচিন্ত্য শিউলি ও ব্রোঞ্জপদকপ্রাপ্ত সৌরভ ঘোষালকে এদিন বিশেষ সম্মান জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের পক্ষ থেকে তাঁদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সাহায্যও।
advertisement
advertisement
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, 'গত ৩৪ বছর ধরে বাংলার ক্রীড়াবিদদের অবহেলার চোখে দেখা হয়েছে। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে  সরকার গঠনের পর থেকেই ক্রীড়াবিদদের নানাভাবে উৎসাহ, সম্মান ও  সাহায্যে বিশেষ নজর দেওয়া হচ্ছে। খেলা হবে দিবসের অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখার সময় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এও বলেন, ১৫৭ জনকে খেল সম্মান, ১৮৯ জনকে বাংলার গৌরব, ৫২ জনকে ক্রীড়াগুরু, ১৪ জনকে জীবন কৃতি সম্মান এবং ৩৬ জন ক্রীড়াবিদকে বিশেষ সম্মান জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
advertisement
আগামী দিনেও ক্রীড়াবিদদের উন্নয়নে প্রত্যেকের পাশে থাকব'। স্বর্ণপদক প্রাপ্ত অচিন্ত্য শিউলি কিম্বা ব্রোঞ্জপদক প্রাপ্ত সৌরভ ঘোষাল, এই দুই তরুণ ক্রীড়াবিদদের আগামী দিনের স্বপ্নকে বাস্তবায়িত করতে সব সময় তাঁদের পাশে থাকবে সরকার বলেও এদিন জানান মন্ত্রী। প্রসঙ্গত, রাজ্য সরকারের উদ্যোগে 'খেলা হবে' দিবস শুধুমাত্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামই নয়, রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯ টি পুরসভা, ৬ টি পুরনিগম , কলকাতা পুরসভা এলাকার ১৪৪টি ওয়ার্ড, ২৩ টি জেলা সদর, জিটিএ এবং আইএফএ অনুমোদিত ক্লাব ও সংস্থায় একযোগে আজ 'খেলা হবে' দিবস পালিত হয় নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে। রাজ্য সরকার যেভাবে ক্রীড়াপ্রেমী থেকে ক্রীড়াবিদদের  উৎসাহ দিচ্ছে তাতে আগামী দিনে কেবলমাত্র অচিন্ত্য থেকে সৌরভই নয়, বাংলার ক্রীড়া ক্ষেত্রেও সোনার দিন আসবে বলেই মনে করছেন ক্রীড়াপ্রেমীদের একাংশ।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Khela Hobe Dibas: মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে 'খেলা হবে' দিবস উদযাপন! বিশেষ সম্মান বাংলার অচিন্ত্য, সৌরভকে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement