Khejuri Case Update: শরীর জুড়ে আঘাতের চিহ্ন..অথচ পুলিশ কিছু বলেইনি! খেজুরিতে ২ বিজেপি কর্মীর মৃত্যুতে নয়া মোড়
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
এবিষয়ে CID কে ৫ দিন সময় বেঁধে দিল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে, তদন্তের অগ্রগতি দেখাতে হবে সিআইডি-কে।
কলকাতা: খেজুরি বিজেপি কর্মী মৃত্যু মামলায় নয়া মোড়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রশ্নে আইও অর্থাৎ, তদন্তকারী অফিসার, থানার ওসি। ‘এসএসকেএমে’র ময়নাতদন্তে স্পষ্ট শারীরিক আঘাত। বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘পুলিশের কোনও বয়ানে কেউ-ই আঘাতের কথা বলেনি! এটা বিশ্বাসযোগ্য? জনমনে কী আস্থা তৈরি হবে এমন কাজে।’’
এবিষয়ে CID কে ৫ দিন সময় বেঁধে দিল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে, তদন্তের অগ্রগতি দেখাতে হবে সিআইডি-কে।
advertisement
advertisement
প্রথম তদন্তকারী অফিসার, প্রথম ময়নাতদন্তের চিকিৎসক এবং খেজুরি থানার ওসি’র সমস্ত মোবাইল/ ফোনের কল ডিটেইলস রেকর্ড(CDR), পেশ করতেও নির্দেশ দিয়েছে আদালত।
আগামী ৮ সেপ্টেম্বর সিডিআর রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বার রশিদি ডিভিশন বেঞ্চ৷
গত ১১ জুলাই খেজুরি থানার ভাঙনমারি গ্রামে দু’জনের দেহ উদ্ধার হয়। মৃতদের এক জনের নাম সুধীর পাইক, অন্য জন সুজিত দাস। পরিবারের দাবি, দু’জনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। যদিও প্রাথমিক ভাবে বলা হয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তাঁদের। একই দাবি করেছিল শাসকদল তৃণমূল। তবে বিজেপির অভিযোগ, ধর্মীয় কারণে খুন হয়েছেন তাঁরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 03, 2025 1:56 PM IST