কসবা গণধ*র্ষ*ণ কাণ্ডে তদন্তে নয়া মোড়! মনোজিৎ ও তাঁর সঙ্গীদের স্বর মিলিয়ে দেখবে পুলিশ
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
কসবা গণধর্ষণে এবার অভিযুক্তদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় কলকাতা পুলিশ। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ও তার দুই সহযোগী জইব ও প্রমিতের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আলিপুর আদালতে আবেদন জানিয়েছে কলকাতা পুলিশ। সেই আবেদন এবার মঞ্জুর করল আলিপুর আদালত।
কলকাতা: কসবা গণধর্ষণে এবার অভিযুক্তদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় কলকাতা পুলিশ। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ও তার দুই সহযোগী জইব ও প্রমিতের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আলিপুর আদালতে আবেদন জানিয়েছে কলকাতা পুলিশ। সেই আবেদন এবার মঞ্জুর করল আলিপুর আদালত। পুলিশ সূত্রে খবর, মনোজিৎ ও তাঁর দুই সহযোগীর মোবাইলের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট হাতে এসেছে। কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন বা অডিও সামনে এসেছে।
সেই অডিও মিলিয়ে দেখতে চাইছে পুলিশ। অন্যদিকে, চার অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হলে ২২ অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।
advertisement
প্রসঙ্গত, গত ২৫ জুন কসবা আইন কলেজের ইউনিয়ন রুম এবং রক্ষীর ঘরের মধ্যেই ধর্ষিতা হন ওই কলেজের পড়ুয়া। এরপরের দিন তিনি পুলিশের কাছে অভিযোগ জানান। সেই ভিত্তিতেই তদন্ত শুরু হয়।
advertisement
পুলিশের কাছে ওই নির্যাতিতা তরুণী দাবি করেন, ওই দিন সন্ধ্যে সাড়ে ৭টা থেকে রাত পৌনে ১১টার মধ্যে ঘটনাটি ঘটে ৷ লালবাজার সূত্রে খবর, ওই তরুণী দাবি করেছেন যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র প্রথমে তাঁকে কলেজের সামনে থেকে কার্যত ভয় দেখিয়ে ভিতরে ইউনিয়ন রুমে নিয়ে যান । সেই সময় হকি স্টিক দিয়ে তাঁকে মারধর করা হবে বলে ভয় দেখানো হয় । তাঁকে মারধর করা হয় ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 10, 2025 12:48 PM IST