Nabanna Abhijan: ‘নবান্ন অভিযানে’ ধুন্ধুমার পরিস্থিতিতে বিশৃঙ্খলা তৈরি, আইন হাতে নেওয়া-সহ একাধিক অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে FIR দায়ের পুলিশের

Last Updated:

Nabanna Abhijan:শনিবার,আর জি কর কাণ্ডের বর্ষপূর্তির দিন নবান্ন অভিযানকে কেন্দ্র করে পার্ক স্ট্রিটে ধুন্ধুমার পরিস্থিতি হয়৷ অভিযোগ, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করতেই ব্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ৷

রণক্ষেত্রের চেহারা নেয় পার্ক স্ট্রিট
রণক্ষেত্রের চেহারা নেয় পার্ক স্ট্রিট
কলকাতা : শনিবার রাতে কলকাতায় ই এম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালেই ভর্তি থাকলেন অভয়ার মা৷ হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকের বক্তব্য, নির্যাতিতার মায়ের এদিন ভর্তি থাকার কোনও প্রয়োজন ছিল না৷ কিন্তু তিনি সোদপুরে নিজের বাড়িতে বেশি রাতে ফিরতে চাইছিলেন না৷ রাতে যাতে কোনও সমস্যা না হয়, তাই ভর্তি থাকার পরামর্শ দেন তিনি৷ জানান হাসপাতালের চিকিৎসক৷ সূত্রের খবর, বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার মা। তার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশি অত‍্যাচারের অভিযোগ করেছেন তিনি। হাসপাতালে অসুস্থ নির্যাতিতার মাকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নির্যাতিতার মা বলেন, ‘‘আমরা তো নিরস্ত্র, আপনাদের এত ভয় কীসের? কপালে, পিঠে মারা হয়েছে৷ রাস্তায় ফেলে মারা হয়েছে। আমি নবান্নে যেতে চাই। কেন আমাকে মারা হল? কেন আমার মেয়েকে তাঁর কাজের জায়গায় খুন করা হল?’’ নির্যাতিতার বাবার অভিযোগ, ‘‘পুলিশ ১ বছর ধরে আমাদের উপরে অত্যাচার করছে। ধর্মতলা থেকে মিছিল করে আসার সময় পুলিশ আটকেছে।’’
advertisement
শনিবার,আর জি কর কাণ্ডের বর্ষপূর্তির দিন নবান্ন অভিযানকে কেন্দ্র করে পার্ক স্ট্রিটে ধুন্ধুমার পরিস্থিতি হয়৷ অভিযোগ, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করতেই ব্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ৷ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পার্ক স্ট্রিট৷ শেষ পর্যন্ত পার্ক স্ট্রিট মোড়েই বিজেপি বিধায়কদের নিয়ে রাস্তার উপরে বসে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, অশোক দিন্দা-সহ বিজেপি বিধায়করা৷ নবান্ন অভিযানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে হাওড়া ময়দান, সাঁতরাগাছিতেও৷
advertisement
advertisement
আরও পড়ুন : মিছিলে গিয়ে পুলিশের মারের অভিযোগ, হাসপাতালে ভর্তি আরজি করের নির্যাতিতার মা! দেখতে গেলেন শুভেন্দু
পুলিশের দাবি, নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, বিশৃঙ্খলা তৈরি করা, আইন হাতে নেওয়া, পুলিশকে উদ্দেশ্য করে গালিগালাজ, হেনস্থা করা-সহ মারধরের ঘটনাও ঘটে।এর জেরে কলকাতা পুলিশের তরফে সাতটি এফআইআর দায়ের করা হচ্ছে বলে জানানো হয়েছে। প্রয়োজনে এফআইআর-এর সংখ্যা আরও বাড়তে পারে৷
advertisement
অন্যদিকে বিরোধী দলনেতার বিস্ফোরক অভিযোগ, ‘নির্যাতিতার বাবা-মাকে মারা হয়েছে৷ বিজেপি বিধায়কদের মারা হয়েছে৷ অন্তত একশো জন এখানেই আহত হয়েছেন৷ আমাকে মারা হয়েছে৷ বাংলা বনাম মমতার লড়াই শুরু হয়ে গিয়েছে৷’ এদিন পৃথক কর্মসূচি নেয় জুনিয়র ডক্টর্স ফ্রন্ট৷ পাশাপাশি কালীঘাট চলো কর্মসূচি পালন করে অভয়া মঞ্চ। সেই কর্মসূচি থেকে নবান্ন অভিযানে নির্যাতিতার মায়ের আঘাতের জন্য বিরোধী দলনেতাকে কাঠগড়ায় তোলেন চিকিৎসকরা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna Abhijan: ‘নবান্ন অভিযানে’ ধুন্ধুমার পরিস্থিতিতে বিশৃঙ্খলা তৈরি, আইন হাতে নেওয়া-সহ একাধিক অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে FIR দায়ের পুলিশের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement