কসবা কাণ্ডে নয়া মোড়! শ্বাসরোধ করেই খুন করা হয় আদর্শকে! পেটে পাওয়া যায় মদও, ময়নাতদন্তে উঠে এল তথ্য

Last Updated:

কলকাতা কসবা কাণ্ডের ঘটনায় এবার এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। হোটেলে যুবক খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুই মূল অভিযুক্তকে৷ ধৃত দু জনের নাম ধ্রুব মিত্র নামে এক যুবক এবং কামাল সাহা নামে এক তরুণী৷ দু জনকেই গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ৷ এবারে সেই ঘটনায় ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় মৃত যুবক আদর্শকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কসবার হোটেল থেকে উদ্ধার হয় যুবকের দেহ৷
কসবার হোটেল থেকে উদ্ধার হয় যুবকের দেহ৷
কলকাতা: কসবা কাণ্ডের ঘটনায় এবার এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। হোটেলে যুবক খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুই মূল অভিযুক্তকে৷ ধৃত দু জনের নাম ধ্রুব মিত্র নামে এক যুবক এবং কামাল সাহা নামে এক তরুণী৷ দু জনকেই গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ৷ এবারে সেই ঘটনায় ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় মৃত যুবক আদর্শকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল কসবার একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় আদর্শ লোসালালকা নামে এক যুবকের দেহ৷ পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শকে নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়৷ তাঁর দুটি পা তোয়ালে দিয়ে বাঁধা ছিল৷
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ওই হোটেলে ওঠেন আদর্শ৷ তাঁর সঙ্গে ছিলেন আরও এক যুবক এবং তরুণী৷ একটি অ্যাপের মাধ্যমে হোটেলের দুটি ঘর বুক করা হয়েছিল৷ যদিও শুক্রবারই রাত আড়াইটে নাগাদ ওই হোটেল ছেড়ে বেরিয়ে যান আদর্শের সঙ্গী ওই পুরুষ এবং মহিলা৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাত আড়াইটা নাগাদ দুজন হোটেল থেকে বেরিয়ে হেঁটে চলে যাচ্ছেন কসবা মেইন রোডের দিকে৷
advertisement
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কসবায় ধৃত যুগল লিভ-ইন করতেন। ডেটিং অ্যাপে আদর্শের সঙ্গে পরিচয় হয় তাঁদের। এরপরেই উইকএন্ডে পার্টি করার পরিকল্পনা করেছিলেন তিন জন। উইকএন্ডে পার্টির জন‍্যই হোটেলে রুম বুক করা হয়েছিল বলে জানা গিয়েছে। ওই পার্টিতে আরও কয়েক জনের আসার কথা হয়েছিল। কিন্তু তাঁরা আসেননি। জানা যায় ওই হোটেলে আসার পর এই যুগলের সঙ্গে ঝামেলা বাঁধে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কসবা কাণ্ডে নয়া মোড়! শ্বাসরোধ করেই খুন করা হয় আদর্শকে! পেটে পাওয়া যায় মদও, ময়নাতদন্তে উঠে এল তথ্য
Next Article
advertisement
Baranagar Incident Update: পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪
পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪
  • বরানগর শ্যুটআউট কাণ্ডে চাঞ্চল্যকর মোড়!

  • পিসেমশাইয়ের সঙ্গে স্ত্রীর পরকীয়া, স্বামীকে খুনের ছক৷

  • স্ত্রী সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement