Kanyashree Mamata Banerjee: বিশ্বজুড়ে প্রশংসা...! মমতার 'কন্যাশ্রী'র নয়া 'মাইলফলক', ১৪ কেজির সন্দেশ ফেলু মোদকের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Kanyashree Scheme Mamata Banerjee: আরও একবার নয়া রেকর্ড ঘটিয়ে ফেলল মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী শিক্ষা প্রসারকামী কন্যাশ্রী প্রকল্প। ১০ বছরের মাইলফলক ছুঁয়ে ফেলল রাজ্য সরকারের এই প্রকল্প।
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুকুটে নতুন পালক। আরও একবার নয়া রেকর্ড ঘটিয়ে ফেলল মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী শিক্ষা প্রসারকামী কন্যাশ্রী প্রকল্প। ১০ বছরের মাইলফলক ছুঁয়ে ফেলল রাজ্য সরকারের এই প্রকল্প। এই উপলক্ষে আগামী ১৪ অগাস্ট ধনধান্য অডিটোরিয়ামে পালিত হবে কন্যাশ্রী দিবস। সেখানেই প্রকল্পের ১০ বছর পূর্তি স্মারক একটি বই প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নারী শিক্ষার হার বাড়াতে ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন ‘কন্যাশ্রী প্রকল্প’। গোটা বিশ্বজুড়ে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছিল রাজ্য সরকারের এই প্রকল্প।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৩ সালে এই প্রকল্প শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কেটেছে দশ দশটা বছর। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এই প্রকল্প চালু হওয়ার পরই স্কুলছুটের হার অনেক কমেছে। সর্বশিক্ষা অভিযানের কাজও করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প। এই দশ বছরে কতটা সফল ‘কন্যাশ্রী প্রকল্প’? ঠিক কত টাকা খরচ হয়েছে এই প্রকল্পে? এই সব যাবতীয় তুলে ধরা হচ্ছে প্রকাশিত হতে চলা বইটিতে।
advertisement
এদিকে কন্যাশ্রী প্রকল্পের সাফল্যে এক বিশালাকার সন্দেশ বানিয়ে অভিভূত করল কলকাতার নামী মিষ্টান্ন প্রস্তুতকারী, ফেলু মোদক। ‘কন্যাশ্রী ১০’ লেখা ১৪ কেজির সন্দেশ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরই ডিজাইন করা এই সন্দেশ বানিয়ে তাক লাগিয়েছে ফেলু মোদক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 13, 2023 11:21 PM IST