Kamduni Case: বাংলায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা, কামদুনি রায় নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য! আইনজীবী কে জানেন?
- Written by:Rajib Chakraborty
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Kamduni Case: রাজ্যের সওয়াল, অপরাধীরা নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত। হাইকোর্টের নির্দেশের ফলে তারা মুক্তি পেতে চলেছেন।
কলকাতা: কামদুনি কাণ্ডে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। যে অভিযুক্তরা মুক্তি পেয়েছে, তাদের মুক্তি রদের আর্জি জানিয়েছে রাজ্য। অভিযুক্তরা ছাড়া পেলে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটতে পারে, আরজি রাজ্যের। অভিযুক্তরা ছাড়া পেলে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটতে পারে আরজি রাজ্যের। বিচারপতি বি আর গাভৈ সব পক্ষকে সাত দিনের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছেন আইনজীবী কপিল সিব্বাল।
রাজ্যের সওয়াল, অপরাধীরা নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত। হাইকোর্টের নির্দেশের ফলে তারা মুক্তি পেতে চলেছেন। তাদের মুক্তি আটকে আমাদের আর্জি শুনুন। বিচারপতি গাভৈ বলেন, অভিযুক্তরাও এদেশের নাগরিক। কোন আইনে তাদের মুক্তি আটকানো যায়? রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন, সিআরপিসি ৩৮৯ ও ৩৯০ ধারা অনুযায়ী উচ্চ আদালত নিম্ন আদালতের রায় স্থগিত করে অপরাধীদের মুক্তির রোধ করতে পারে।
advertisement
advertisement
সুপ্রিম কোর্ট এরপর জানায়, সবার বক্তব্য না শুনে এটা করা যায় না। সাত দিনের মধ্যে সবাই বক্তব্য জানাক। কামদুনি-কাণ্ডে বেকসুর খালাসদের জেলমুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে রাজ্য। বিচারপতি বিআর গাভৈ, বিচারপতি পি নরসিমা ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে আবেদন জানিয়েছে রাজ্য।
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০১৩ সালের ওই নৃশংস ঘটনার রায় প্রকাশ করে। এর আগে ওই মামলায় ফাঁসির সাজা দিয়েছিল নিম্ন আদালত। সেই সাজা কমিয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, দোষী সাব্যস্ত সইফুল আলি এবং আনসার আলিকে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি ভোগ করতে হবে। এ ছাড়া আর এক ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলিকে বেকসুর খালাস করে হাইকোর্ট।
advertisement
নিম্ন আদালত আমৃত্যু জেলের সাজা দিয়েছিল আরও তিন দোষী সাব্যস্ত ইমানুল ইসলাম, আমিনুল ইসলাম এবং ভোলানাথ নস্করকে। ১০ বছর জেল হয়ে গিয়েছে, এই যুক্তিতে তাদেরও সাজা মকুব করে আদালত। রাজ্য সুপ্রিম কোর্টকে জানিয়েছে, এই ধরনের অপরাধের অপরাধী বেকসুর খালাস পেলে রাজ্যে আইন শৃঙ্খলার সমস্যা হবে। তাই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চায় তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 09, 2023 1:41 PM IST








