Assembly Election Dates 2023: ৫ রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনারের, রইল সম্পূর্ণ সূচি
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Assembly Election Dates 2023: তেলেঙ্গানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মিজোরামের বিধানসভা নির্বাচন এক দফায় অনুষ্ঠিত হবে। ছত্তিশগড়ে ভোট হবে দুই ধাপে
নয়া দিল্লি: ৫ রাজ্যের ভোটের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। এদিন সাংবাদিক সম্মেলন করে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার। তেলেঙ্গানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মিজোরামের বিধানসভা নির্বাচন এক দফায় অনুষ্ঠিত হবে। ছত্তিশগড়ে ভোট হবে দুই ধাপে।
নির্বাচন কমিশনার জানিয়েছে, তেলেঙ্গানায় ভোট হবে ৩০ নভেম্বর, ছত্তিশগড়ে ৭ ও ১৭ নভেম্বর দুই দফায়, রাজস্থানে ২৩ নভেম্বর, মধ্যপ্রদেশে ১৭ নভেম্বর এবং মিজোরামে ৭ নভেম্বর। সব কটি রাজ্যের ভোটের ফল গণনা হবে ৩ ডিসেম্বর। প্রায় ৬০ লক্ষ ভোটার প্রথমবারের মতো এই ৫ রাজ্যের নির্বাচনে অংশগ্রহণ করবেন। ২৯০০ টিরও বেশি ভোটকেন্দ্র তরুণদের দ্বারা পরিচালিত হবে। ৫ রাজ্য মিলিয়ে মোট আসন হবে ৬৭৯টি।
advertisement
advertisement
বর্তমানে মিজোরামে ৬.৫২ লক্ষ, ছত্তিশগড়ে ২.০৩ কোটি, মধ্যপ্রদেশে ৫.৬ কোটি, রাজস্থানে ৫.২ কোটি এবং তেলেঙ্গানায় ৩.১৭ কোটি ভোটার রয়েছে। মোট ৮.২ কোটি পুরুষ ও ৭.৮ কোটি নারী ভোটার রয়েছেন।
advertisement
৫ রাজ্য মিলিয়ে মোট ১.৭৭ লাখ পোলিং বুথ তৈরি করা হবে। বিশেষ ভাবে সক্ষম ভোটারদের সংখ্যা ১৭.৩৪ লাখ। যদি তারা ভোট কেন্দ্রে এসে ভোট দিতে না পারেন, বাড়ি থেকে ভোট দেওয়ার সুবিধাও পাবেন তাঁরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2023 1:04 PM IST