Jyotipriya Mallick Arrest: রেশন দুর্নীতি কাণ্ডে দোষীদের শাস্তি ও বঞ্চিতদের ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে সিপিএম
- Published by:Ankita Tripathi
Last Updated:
রাজ্যে রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এবার আন্দোলনে নেমে এই বিষয়টা নিয়ে জনমত তৈরি করতে চাইছে সিপিএম
রাজ্যে রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এবার আন্দোলনে নেমে এই বিষয় নিয়ে জনমত তৈরি করতে চাইছে সিপিআইএম।
রবিবার শহরের রেশন দোকানগুলির সামনে এবং সোমবার খাদ্য দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে দলের কলকাতা জেলা কমিটি।
advertisement
দলের নেতা তরুণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “এর আগে সিপিআইএম ও বামফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছিল এ রাজ্যে রেশন ব্যবস্থায় মারাত্মক দুর্নীতি হয়েছে। গরিব মানুষ যাদের রেশন থেকে খাদ্যদ্রব্য পাওয়ার কথা তাঁরা বঞ্চিত হয়েছে। ভুয়ো রেশন কার্ডে জিনিস তোলা হয়েছে। গরিব মানুষকে বঞ্চিত করা হয়েছে। তাঁদেরকে খাদ্য হিসেবে বিবেচনা করা যায় না এরকম অখাদ্য জিনিস পরিবেশন করা হয়েছে রেশনের মাধ্যমে।’’
advertisement
তরুণ বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ, ‘‘এই সমস্ত মাল পাচার হয়েছে দুর্নীতি হয়েছে তৃণমূল নেতা মন্ত্রীদের মাধ্যমে। আমরা বারে বারে এই অভিযোগ করে এসেছি। কলকাতা শহরে রেশন যে দোকানগুলো আছে সেই দোকানের সামনে আমরা বিক্ষোভ দেখাবো। এবং একই সঙ্গে খাদ্য দফতর যেহেতু খোলা ছিল না তাই সোমবার আমরা দুপুর বেলা খাদ্য দপ্তরের সামনে একই রকম ভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করব। দোষীদের শাস্তির দাবি করব।’’
advertisement
আগামী ৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনের হেফাজতের নির্দেশে দেওয়া হয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এদিকে আদালতে শুনানি চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক৷ এরপরেই মন্ত্রীর পরিবারের ইচ্ছা অনুসারে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2023 8:17 PM IST