স্থিতিশীল জ্যোতিপ্রিয়, বনমন্ত্রীকে কম্যান্ড হাসপাতালেই নিয়ে যেতে চায় ইডি

Last Updated:

বনমন্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই তাঁঁকে তারা কম্যান্ড হাসপাতালে নিয়ে যেতে চান বলে আদালতে জানায় ইডি৷

স্থিতিশীল জ্যোতিপ্রিয়৷
স্থিতিশীল জ্যোতিপ্রিয়৷
কলকাতা: স্থিতিশীলই রয়েছেন রেশন দুর্নীিত কাণ্ডে ধৃত রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ এ দিন ই এম বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের সুগার এবং সার্ভিকাল স্পাইন সংক্রান্ত আরও বেশ কয়েকটি পরীক্ষার জন্য সুপারিশ করেছেন চিকিৎসকরা৷ তবে ইডি এ দিনও আদালতে বুঝিেয় দিয়েছে, তাঁরা যত দ্রুত সম্ভব বনমন্ত্রীকে বাইপাসের ধারের ওই বেসরকাির হাসপাতাল থেকে আলিপুরের কম্যান্ড হাসপাতালে নিয়ে যেতে চায় তাঁরা৷
গতকাল গ্রেফতারির পর আদালতে অসুস্থ হয়ে পড়েন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ এর পর মন্ত্রীর পরিবারের অনুরোধেই তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তির অনুমতি দেন বিচারক৷ হাইপারটেনশন, কিডনি, ব্লাড সুগার সহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয় বনমন্ত্রীকে৷ তবে হাসপাতালেও বনমন্ত্রীর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে ইডি৷
advertisement
advertisement
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সারাদিনে বনমন্ত্রীর হৃদরোগ এবং স্নায়ুরোগ সংক্রান্ত বেশ কিছু পরীক্ষা করা হয়েছে৷ এ ছাড়াও ব্লাড সুগার এবং সার্ভিকাল স্পাইনের পরীক্ষা করতে পাঠান হয়েছে৷
এ দিকে এ দিনই ব্যাঙ্কশাল কোর্টে হাজির হন কম্যান্ড হাসপাতালের দুই প্রতিনিধি৷ গতকাল আদালত নির্দেশ দিয়েছিল, জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার জন্য ২৪ ঘণ্টার মধ্যে কম্যান্ড হাসপাতালকে মির্দেশ দিয়েছিল৷ কিন্তু তার পরেই বনমন্ত্রী আচমকা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ এই পরিস্থিতি তাদের কী করণীয়, তা জানতেই আদালতের দ্বারস্থ হন সেনাবাহিনীর দুই প্রতিনিধি৷ কম্যান্ড হাসপাতালের রোগীর বিপুল চাপের কথা উল্লেখ করে বনমন্ত্রীকে বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে রেখেই চিকিৎসা করার কথা বলেন সেনাবাহিনীর দুই আধিকারিক৷
advertisement
যদিও কম্যান্ড হাসপাতালের এই প্রস্তাব মানতে রাজি হননি ইডি-র প্রতিনিধিরা৷ বনমন্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই তাঁঁকে তারা কম্যান্ড হাসপাতালে নিয়ে যেতে চান বলে আদালতে জানায় ইডি৷ বিচারকও জানিয়ে দেন, কম্যান্ড হাসপাতালে বনমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত যে নির্দেশ তিনি গতকাল দিয়েছিলেন, তাতে কোনও বদল হবে না৷ এ দিনও ইডি-র আধিকারিক ই এম বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে গিয়ে বনমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে আসেন৷ আপাতত হাসপাতাল পর্ব কাটিয়ে দ্রুত জ্যোতিপ্রিয় মল্লিককে নিজেদের হেফাজতে নিতে চাইছে ইডি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্থিতিশীল জ্যোতিপ্রিয়, বনমন্ত্রীকে কম্যান্ড হাসপাতালেই নিয়ে যেতে চায় ইডি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement