বাড়ির পরিচারক ভুয়ো কোম্পানির ডিরেক্টর! অনুব্রতর দেখানো পথেই জ্যোতিপ্রয়, দাবি ইডি-র
- Reported by:Arpita Hazra
- Published by:Debamoy Ghosh
Last Updated:
রেশন দুর্নীতি কালো টাকা সাদা করতে এই কোম্পানি মাধ্যমে মানি লাউন্ডারিং করা হয়েছিল অভিযোগ ইডির।
কলকাতা: অনুব্রত মণ্ডলের দেখানো পথেই জোত্যিপ্ৰিয় মল্লিক তাঁর ঘনিষ্ঠ, পরিচিত বা পরিচারকদের কোম্পানির ডিরেক্টর করেছিলেন! ইডি সূত্রে খবর,ঘনিষ্ঠ একজনের মা ও স্ত্রী এবং নিজের বাড়ির পরিচারককে জোত্যিপ্ৰিয়র তিনটি কোম্পানির ডিরেক্টর করেছিলেন।
ইডি তদন্তকারীদের দাবি অনুযায়ী, নিজের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের মা মমতা দাস ও স্ত্রী সুকন্যা দাসকে ভুয়ো কোম্পানিতে ডিরেক্টর করেছিলেন জোত্যিপ্ৰিয় মল্লিক। এছাড়া বাড়ির এক পরিচারককেও ডিরেক্টর করেছিলেন তাঁর কোম্পানিতে। ওই পরিচারককেই কৃষি দফতরে গ্রুপ ডি পদে চাকরির জন্য সুপারিশও করেছিলেন জোত্যিপ্ৰিয়। ইডি সূত্রের খবর, ওই পরিচারক গত ১৭ বছর ধরে বনমন্ত্রীর বাড়িতে কাজ করেন। ইডির কাছে ওই ব্যক্তির চঞ্চল্যকর বয়ানও রেকর্ড করেছে।
advertisement
ইডি অবশ্য জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং মেয়েকেও জিজ্ঞাসাবাদ করেছে৷ তিনটি কোম্পানির বিষয়ে জোত্যিপ্ৰিয় স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসা করা হলে তাঁরা কোনওরকম যোগাযোগ অস্বীকার করেন। কিন্তু প্রাক্তন আপ্ত সহায়কই ইডি-কে জানিয়ে দেন, ওই তিনটি সংস্থার মালিক জোত্যিপ্ৰিয় মল্লিক। এই তিন শেল কোম্পানি জোত্যিপ্ৰিয় কন্ট্রোল করতেন অভিযোগ ইডির।এই কোম্পানিগুলি কালো টাকা সাদা করার জন্য খোলা হয়েছিল বলে অভিযোগ ইডির।
advertisement
advertisement
শনিবার প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস ও বর্তমান আপ্ত সহায়ক অমিত দে-কে তলব করে ইডি। কারণ দু জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। দু জনের বাড়িতে ইডি তল্লাশি করেছিল। অভিজিৎ দাসের মা ও স্ত্রীকে ডিরেক্টর কেন করা হয়েছিল? তাঁদের কী ভূমিকা ছিল? এই কোম্পানি গুলি কীভাবে কেন খোলা হয়েছে? সে বিষয়ে তাঁরা কী জানতেন? এই সব বিষয়ে তদন্ত করছে ইডি।
advertisement
ইডি সূত্রে খবর, এক সাক্ষী স্বীকার করে নিয়েছেন, রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত বাকিবুরের ৬৮ লক্ষ টাকা তৎকালীন খাদ্য মন্ত্রীকে দেওয়া হয়েছিল৷ শুধু তাই নয় আরেক জনের বয়ানে উল্লেখ, বাকিবুরের নির্দেশে ১২ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছিল মন্ত্রী জোত্যিপ্ৰিয় মল্লিককে। রেশন দুর্নীতির কালো টাকা সাদা করার জন্যই এই কোম্পানি খোলা হয়েছিল বলে নিশ্চিত ইডি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 28, 2023 4:08 PM IST







