Jyotipriya Mallick: 'এগুলো কী?' 'আমি তো জানি না!' জ্যোতিপ্রিয়র এক উত্তরেই হয়ে যায় বড় সিদ্ধান্ত!

Last Updated:

Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় মল্লিকের বিপুল পরিমাণে সম্পত্তি, যা খাদ্য দফতরের মন্ত্রী থাকাকালীন হয়েছিল, কিন্তু সেই সম্পত্তির আয়ের উৎস তিনি কোনও ভাবে দিতে পারেননি।

গ্রেফতার জ্যোতিপ্রিয়
গ্রেফতার জ্যোতিপ্রিয়
কলকাতা: রেশন দুর্নীতি মামলায় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের কারণ তদন্তে অসহযোগিতা এবং বয়ানে অসংগতি। একাধিক প্রশ্নের উত্তর অমিল তদন্তকারীদের কাছে। বাকিবুর রহমান প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলে মন্ত্রী জানান, কখনও ওই ব্যক্তিকে তিনি চিনতেন না বা কখনও তিনি চিনতেন কিন্তু ঘনিষ্ঠ নয় বলেও জানান। এতেই সন্দেহ বাড়ে ইডি আধিকারিকদের।
তদন্তকারী আধিকারিকরা নিশ্চিত ছিলেন, বাকিবুর রহমানের এই সম্পত্তি থেকে শুরু করে এই দুর্নীতির সমস্ত কাজ তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানতেন এবং তাকেই এই সমস্ত কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল ইচ্ছেকৃতভাবেই। উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছিলেন, এরকম কোনও বিষয় নেই।
advertisement
advertisement
জ্যোতিপ্রিয় মল্লিকের বিপুল পরিমাণে সম্পত্তি, যা খাদ্য দফতরের মন্ত্রী থাকাকালীন হয়েছিল, কিন্তু সেই সম্পত্তির আয়ের উৎস তিনি কোনও ভাবে দিতে পারেননি। বাকিবুর রহমানের বাড়িতে যখন তল্লাশি করেছিল ইডি, সরকারি দফতরের একাধিক নথি তার বাড়িতে কী করে গিয়েছিল? এই প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বলেন, ”আমার জানা নেই কীভাবে এই সিলগুলো তার বাড়িতে গিয়েছিল।”
advertisement
জিজ্ঞাসাবাদের সময় বারবার তিনি অসুস্থ বোঝানোর চেষ্টা করেছিলেন। তার প্রচুর পরিমাণে সুগার, একাধিক ওষুধ খেতে হয় তাঁকে। কিন্তু তাতে চিড়ে ভেজেনি। গভীর রাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: 'এগুলো কী?' 'আমি তো জানি না!' জ্যোতিপ্রিয়র এক উত্তরেই হয়ে যায় বড় সিদ্ধান্ত!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement