বেআইনি চাকরি প্রাপকদের পদত্যাগের সুযোগ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, অন্যথায় কড়া পদক্ষেপ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সুযোগের সদ্ব্যবহার না করলে বেআইনি চাকরিপ্রাপকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে আদালত।
#কলকাতা: বেআইনি চাকরিপ্রাপকদের সময়সীমা বেঁধে দিয়ে তাঁদের পদত্যাগ করার সুযোগ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, "টাকার বিনিময়ে চাকরি প্রাপকেরা নিজেরা খুব ভাল মতো জানেন সত্যি টা কী! আদালত তাঁদের অনুরোধ করছে চাকরি থেকে পদত্যাগ করুন। ৭ নভেম্বরের মধ্যে বেআইনি চাকরি প্রাপকদের পদত্যাগের একটা সুযোগ দিচ্ছে আদালত৷ বেআইনি চাকরি পেয়েও যদি পদত্যাগ না করেন ৭ নভেম্বর মধ্যে, তদন্তে যদি ধরা পরে জালিয়াত চাকরি, তাহলে কঠোর পদক্ষেপ করবে হাইকোর্ট।"
আজকের নির্দেশের কপি এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করতে বলেছে আদালত। ইংরেজি, হিন্দি, বাংলা দৈনিকে বিজ্ঞাপন দেওয়ার কথাও জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: আদালত অবমাননার অভিযোগ, অভিষেকের শ্যালিকার মামলায় ইডি-র হলফনামা তলব
অন্যদিকে সিবিআই তদন্তকারীদের প্রশংসা করলেন বিচারপতি৷ বললেন, "আমাদের দেশকে বাঁচাতে ভয়মুক্ত হয়ে আপনারা কাজ করুন। যেভাবে গাজিয়াবাদ পর্যন্ত গিয়ে এসএসসি নিয়োগ রহস্যভেদ করেছেন আমি ধন্যবাদ জানাই। কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমাদের যেভাবেই হোক দেশকে বাঁচাতে হবে।" ১৬ নভেম্বর এসএসসি নিয়োগ মামলার শুনানি।
advertisement
advertisement
নিয়ম বহির্ভূত ভাবে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের প্রত্যেকের চাকরি যাবে৷ এমনই হুঁশিয়ারি আগেই দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
আরও পড়ুন- ঝগড়ার মধ্যে স্ত্রীর কুঠারের কোপে হত স্বামী, খণ্ডিত করা হয় তাঁর যৌনাঙ্গও
এসএসসি সহ শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তাঁর নির্দেশের সূত্রেই তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের মতো রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি৷ সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এস পি সিনহা, সুবীরেশ ভট্টাচার্যদের মতো সরকারি পদে থাকা প্রাক্তন ও বর্তমান শীর্ষ কর্তারা৷ চাকরি খুইয়েছেন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2022 7:19 PM IST