আদালত অবমাননার অভিযোগ, অভিষেকের শ্যালিকার মামলায় ইডি-র হলফনামা তলব

Last Updated:

Calcutta High Court: মেনকার আইনজীবী এদিন বলেন, ''আদালত রক্ষাকবচ দিয়েছে। কড়া পদক্ষেপ করা যাবে না নির্দেশ দিয়েছে। তারপরও বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।''

ইডি-র হলফনামা তলব
ইডি-র হলফনামা তলব
#কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের মামলায় ইডির হলফনামা তলব করল কলকাতা হাই কোর্ট। আগামীকাল সকাল সাড়ে দশটার মধ্যে হলফনামা তলব। মেনকা গম্ভীরের দায়ের করা আদালত অবমাননার মামলায় হলফনামা তলব বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের। আদালত জানিয়েছে, নিজেদের বক্তব্য জানাতে হবে অভিবাসন দফতরকেও।
মেনকার আইনজীবী এদিন বলেন, ''আদালত রক্ষাকবচ দিয়েছে। কড়া পদক্ষেপ করা যাবে না নির্দেশ দিয়েছে। তারপরও বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। বিদেশ যেতে দেওয়া হয়নি। তলব করলেও যাওয়া হচ্ছে। তার পরও কেন বাধা?''
advertisement
বিচারপতি মৌসুমী ভট্টাচার্য তা শুনে বলেন, ''এটা কীভাবে আদালত অবমাননা হতে পারে? সেই ব্যাখ্যা দিন।'' মেনকার আইনজীবী বলেন, ''কড়া পদক্ষেপ নয় মানে কিন্তু আটক করেও রাখা যাবে না। তদন্তে সাহায্য করতে প্রস্তুত আমার মক্কেল।''
advertisement
ইডি-র আইনজীবী এমভি রাজু বলেন, ''ইডি ২৫ মার্চ লুক আউট সার্কুলার জারি করে। আদালত ৩০ অগাস্ট নির্দেশ দেয়। তার পর আমরা কোনও কড়া পদক্ষেপ নিইনি। তা ছাড়া কড়া পদক্ষেপ নয় মানে আমরা বুঝি গ্রেফতার করা যাবে না। ইডি আটকায়নি, অভিবাসন দফতর (ব্যুরো অফ ইমিগ্রেশন) বিমানবন্দরে আটকে দেয়। তাদেরকে এই মামলায় যুক্ত করা হয়নি।''
advertisement
মেনকা গম্ভীরের আইনজীবী বলেন, ''২০০৭ সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কড়া পদক্ষেপ নয় মানে, গ্রেফতার করা যাবে না। মেনকার আইনজীবী বলেন, ''এই মামলায় অভিযুক্ত নন। তার পরও কীভাবে লুক আউট নোটিস? ১০ সেপ্টেম্বর তলব করা হয়। অথচ ওই দিন যাওয়ার আগে ইডিকে জানানো হয়েছিল।''
বাংলা খবর/ খবর/কলকাতা/
আদালত অবমাননার অভিযোগ, অভিষেকের শ্যালিকার মামলায় ইডি-র হলফনামা তলব
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement