Justice Abhijit Ganguly: ৫০ কোটির দুর্নীতি মামলা! রাজ্যের উপর তুমুল চটলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ৫০ লাখ টাকার জরিমানা

Last Updated:

Justice Abhijit Ganguly: আলিপুরদুয়ার মহিলা ঋনদান সমবায় সমিতিতে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলায় সিআইডি-র উপর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
কলকাতা: আলিপুরদুয়ার মহিলা ঋনদান সমবায় সমিতিতে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলায় সিআইডি-র উপর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলায় সিআইডি এখনও কেন নথি তুলে দেয়নি সিবিআই ও ইডিকে তাই নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। তীব্র ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
মামলায় এদিন সিআইডি নির্দেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে ৫০ লাখ টাকা জরিমানা হাইকোর্টের। ২ সপ্তাহের মধ্যে জরিমানার টাকা দিতে হবে রাজ্যকে। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ১৮ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নথি সিবিআই ও ইডির হাতে তুলে না দিলে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে এজলাসে ডেকে পাঠাব।’- মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। জরিমানার টাকা না গুনলে নতুন মিউজিক শুনবে আদালতের থেকে। এমনও মন্তব্য করেন ক্ষুব্ধ বিচারপতি।
advertisement
advertisement
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, ‘সিবিআই এবং ইডিকে কোনও নথি তুলে দেওয়া হয়নি। আদালতের সঙ্গে চালাকি করছে রাজ্য।’ রাজ্য ও তার সহযোগীরা মিলে আদালতের সঙ্গে চালাকি করছে। তাদের চালাকির জন্যই গরীব মানুষ তাদের টাকা পাচ্ছেন না।’ পাশাপাশি ৩ দিনের মধ্যে ইডি ও সিবিআইকে তদন্ত শুরু করতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
advertisement
‘১৮ তারিখের মধ্যে সমস্ত নথি সিবিআই ও ইডির হাতে তুলে না দিলে রাজ্যেে স্বরাষ্ট্রসচিবকে এজলাসে ডেকে পাঠাব।’ বলেও মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, ২৫ অগাস্ট থেকে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়। ১২ অক্টোবরের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। ৫০ কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় একুশ হাজার সদস্য রয়েছেন এই সমবায় সমিতিতে। কাদের ঋণ দেওয়া হয়েছিল তা স্পষ্ট নয়। এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাঁর পর্যবেক্ষণে তিনি আরও বলেন, ‘তিন বছর ধরে তদন্ত করছে সিআইডি, কিন্তু এখনও তাদের টাকা ঋণ হিসাবে দেওয়া হয়েছিল কিনা তা স্পষ্ট নয়।’
advertisement
উল্লেখ্য, মামলার নির্দেশের পরে ২১ দিন কেটে গেলেও মহিলা ঋণদান সমিতির ৫০ কোটি দুর্নীতি মামলার কোনও নথি সিআইডি বা রাজ্য সিবিআই, ইডিকে দেয়নি। উল্টে ওই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে সিআইডি। সেই আবেদনই আজ খারিজ করে ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। সঙ্গে তীক্ষ্ণ ভাষায় রাজ্যের মনোভাবের সমালোচনা করেন তিনি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice Abhijit Ganguly: ৫০ কোটির দুর্নীতি মামলা! রাজ্যের উপর তুমুল চটলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ৫০ লাখ টাকার জরিমানা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement