Justice Abhijit Gangopadhyay: 'এককথায় দুর্দান্ত!' ভরা এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে প্রশংসার সুর

Last Updated:

Justice Abhijit Gangopadhyay: কলকাতা ট্রাফিক পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণের ভূয়সী প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ভরা এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে প্রশংসার সুর
ভরা এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে প্রশংসার সুর
কলকাতা: কলকাতা ট্রাফিক পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণের ভূয়সী প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “সীমাবদ্ধতার মধ্যে কলকাতা ট্রাফিক পুলিশ যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করে, তা এককথায় দুর্দান্ত। পুজোর সময় খুবই দক্ষতার সঙ্গে লক্ষ লক্ষ মানুষের ভিড় সামলায়।”
তিনি আরও বলেন, “তুষার তালুকদার পুলিশ কমিশনার থাকার সময় থেকেই এমন ট্রাফিক সামলানোর পারদর্শীতা দেখিয়ে আসছে। মুম্বই বা বেঙ্গালুরুর তুলনায় আমাদের কলকাতা ট্রাফিক পুলিশ খুব ভাল। ভিড় সামলানোতেও আমাদের কলকাতা ট্রাফিক পুলিশ দক্ষ।”
advertisement
এদিন আইনজীবীদের কাছে শহরে যানজটের বিষয়ে জানতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্ট বারের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিকের কাছ থেকে এদিন তিনি হাওড়া ব্রিজের যানজট সম্পর্কিত তথ্য পান।
advertisement
প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘গত ৫-৭ বছর কলকাতা ট্রাফিক পুলিশ ভাল কাজ করছে।’ তারপরেই বিচারপতি জানান, “কলকাতা ট্রাফিক পুলিশ বরাবর ভাল কাজ করে। তুষার তালুকদার সময় থেকে পারদর্শীতা আরও বেড়েছে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice Abhijit Gangopadhyay: 'এককথায় দুর্দান্ত!' ভরা এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে প্রশংসার সুর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement