Justice Abhijit Gangopadhyay: 'এককথায় দুর্দান্ত!' ভরা এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে প্রশংসার সুর
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Justice Abhijit Gangopadhyay: কলকাতা ট্রাফিক পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণের ভূয়সী প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
কলকাতা: কলকাতা ট্রাফিক পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণের ভূয়সী প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “সীমাবদ্ধতার মধ্যে কলকাতা ট্রাফিক পুলিশ যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করে, তা এককথায় দুর্দান্ত। পুজোর সময় খুবই দক্ষতার সঙ্গে লক্ষ লক্ষ মানুষের ভিড় সামলায়।”
তিনি আরও বলেন, “তুষার তালুকদার পুলিশ কমিশনার থাকার সময় থেকেই এমন ট্রাফিক সামলানোর পারদর্শীতা দেখিয়ে আসছে। মুম্বই বা বেঙ্গালুরুর তুলনায় আমাদের কলকাতা ট্রাফিক পুলিশ খুব ভাল। ভিড় সামলানোতেও আমাদের কলকাতা ট্রাফিক পুলিশ দক্ষ।”
advertisement
এদিন আইনজীবীদের কাছে শহরে যানজটের বিষয়ে জানতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্ট বারের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিকের কাছ থেকে এদিন তিনি হাওড়া ব্রিজের যানজট সম্পর্কিত তথ্য পান।
advertisement
প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘গত ৫-৭ বছর কলকাতা ট্রাফিক পুলিশ ভাল কাজ করছে।’ তারপরেই বিচারপতি জানান, “কলকাতা ট্রাফিক পুলিশ বরাবর ভাল কাজ করে। তুষার তালুকদার সময় থেকে পারদর্শীতা আরও বেড়েছে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 29, 2023 5:43 PM IST