হোম /খবর /কলকাতা /
NRS-এর ঘটনার জের, SSKM-এ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা

NRS-এর ঘটনার জের, SSKM-এ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা

দূরদূরান্ত থেকে রোগী নিয়ে এসে বিপাকে পড়ছেন পরিজনরা ৷ আউটডোর বিভাগ বন্ধ থাকায় পরিষেবা উঠেছে শিকেয় ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: গতকালের এনআরএস-এর ঘটনার রেশ কাটছে না ৷ আরও জটিল হচ্ছে পরিস্থিতি ৷ গতকালই রাজ্যের বিভিন্ন জায়গায় এনআরএস-এর ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছিলেন ৷ আজ কর্মবিরতিতে এসএসকেএম-এর জুনিয়র ডাক্তাররাও ৷ ফলে সকাল থেকেই দুর্ভোগের চিত্র ফুটে উঠেছে রাজ্যের সর্বাধুনিক সুপারস্পেশ্যালিটি হাসপাতালে ৷ দূরদূরান্ত থেকে রোগী নিয়ে এসে বিপাকে পড়ছেন পরিজনরা ৷ আউটডোর বিভাগ বন্ধ থাকার আশঙ্কা করা হচ্ছে৷একেবারে নজিরবিহীনভাবে এই প্রতিবাদে সামিল হয়েছেন রাজ্যের চিকিৎসকরা ৷ গতকালই গণছুটি নেওয়ার আবেদন জানিয়েছিলেন রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকরা ৷ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর কর্মবিরতির আবেদন করা হয়েছিল ৷ঘটনার সূত্রপাত সোমবার রাত থেকে ৷ শ্বাসকষ্ট নিয়ে ট্যাংরার বিবিবাগানের বাসিন্দা মহম্মদ শাহিদকে সোমবার ভরতি করা হয় এনআরএসে। বিকেলে মৃত্যু হয় পঁচাত্তর বছরের বৃদ্ধের। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তোলেন পরিজনরা। ওয়ার্ডে ঢুকে জুনিয়র ডাক্তারদের উপর তাঁরা চড়াও হন বলে অভিযোগ।সোমবার রাতে রোগী মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এনআরএস হাসপাতাল। দু’পক্ষের গোলমালে জখম হন দুই জুনিয়র ডাক্তার। তারপর থেকেই কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। হাসপাতালের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় জরুরি বিভাগ। সুপারের ঘরের সামনে অবস্থানে বসেন জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে যান স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। এনআরএসে যান স্বাস্থ্য দফতরের তিন সদস্য। কথা বলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। পরে প্রিন্সিপ্যাল শৈবাল মুখোপাধ্যায়ের সঙ্গেও বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। প্রিন্সিপ্যালের ঘরে যাওয়ার সময়ে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে ঘিরে স্লোগান দিতে থাকেন জুনিয়র ডাক্তাররা।

    দফায় দফায় বৈঠকেও কোনও সমাধান মেলে না। পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিয়ে চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। সিসিটিভি ফুটেজ দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। কিন্তু তাতেও অনড় চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন শিক্ষাস্বাস্থ্য আধিকারিকও।

    গতকাল দুপুরে এনআরএসে যান পুলিশ কমিশনার অনুজ শর্মাও। স্বাস্থ্য প্রতিন্ত্রী ও হাসপাতাল সুপারের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে থাকেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাও। বৈঠকের পর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার। কিন্তু অবস্থান তুলতে রাজি হননি জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।এদিকে সিসিটি ফুটেজ দেখে চিকিৎসকদের মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। তাঁরা সকলেই রোগীর পরিবারের সদস্য। আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে।

    First published:

    Tags: NRS, NRS Chaos, Protest, SSKM