#কলকাতা: গতকালের এনআরএস-এর ঘটনার রেশ কাটছে না ৷ আরও জটিল হচ্ছে পরিস্থিতি ৷ গতকালই রাজ্যের বিভিন্ন জায়গায় এনআরএস-এর ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছিলেন ৷ আজ কর্মবিরতিতে এসএসকেএম-এর জুনিয়র ডাক্তাররাও ৷ ফলে সকাল থেকেই দুর্ভোগের চিত্র ফুটে উঠেছে রাজ্যের সর্বাধুনিক সুপারস্পেশ্যালিটি হাসপাতালে ৷ দূরদূরান্ত থেকে রোগী নিয়ে এসে বিপাকে পড়ছেন পরিজনরা ৷ আউটডোর বিভাগ বন্ধ থাকার আশঙ্কা করা হচ্ছে৷একেবারে নজিরবিহীনভাবে এই প্রতিবাদে সামিল হয়েছেন রাজ্যের চিকিৎসকরা ৷ গতকালই গণছুটি নেওয়ার আবেদন জানিয়েছিলেন রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকরা ৷ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর কর্মবিরতির আবেদন করা হয়েছিল ৷
দফায় দফায় বৈঠকেও কোনও সমাধান মেলে না। পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিয়ে চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। সিসিটিভি ফুটেজ দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। কিন্তু তাতেও অনড় চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন শিক্ষাস্বাস্থ্য আধিকারিকও।
গতকাল দুপুরে এনআরএসে যান পুলিশ কমিশনার অনুজ শর্মাও। স্বাস্থ্য প্রতিন্ত্রী ও হাসপাতাল সুপারের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে থাকেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাও। বৈঠকের পর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার। কিন্তু অবস্থান তুলতে রাজি হননি জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।এদিকে সিসিটি ফুটেজ দেখে চিকিৎসকদের মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। তাঁরা সকলেই রোগীর পরিবারের সদস্য। আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।