Junior Doctors Letter: মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের, কী আছে সেই চিঠিতে? ফের চাঞ্চল্য

Last Updated:

Junior Doctors Letter: এবার মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে মুখ্যসচিবকে একটি চিঠি পাঠানো হয়েছে।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন
কলকাতা: এবার মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে মুখ্যসচিবকে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠির কপি স্বাস্থ্য সচিব,স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও পাঠানো হয়েছে।
একাধিক দাবি সম্বলিত এই চিঠিতে দাবি তোলা হয়েছে, আর জি করের চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় চার্জশিটে যার বা যাদের নাম আছে, তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।
advertisement
* প্রকৃত দোষীকে ফাঁসি দেওয়া হোক।
advertisement
* আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট-এর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রকাশ্যে এসেছে,তার সঠিক তদন্ত করা হোক।
* অবিলম্বে বিভিন্ন মেডিক্যাল কলেজে যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা সম্পূর্ণ একতরফা।
* সেগুলোর ক্ষেত্রে প্রকৃত তদন্ত করা হোক।
* অতীতে বিভিন্ন মেডিক্যাল কলেজে যে সব থ্রেট কালচারের অভিযোগ উঠেছে,যেমন,রামপুরহাট মেডিক্যাল কলেজের ছাত্রীর মৃত্যুর ঘটনায় আবার নতুন করে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক।
advertisement
* রাজ্য সরকারের সব স্বাস্থ্য সংক্রান্ত কমিটি ও টাস্ক ফোর্সের মধ্যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যদের অন্তর্ভুক্ত করা হোক।
* নতুন এই সংগঠনকে আরজি কর হোস্টেলে অফিসের জন্য ঘর দেওয়া হোক।
* শুধুমাত্র বয়স বা সিনিয়রিটির দিক থেকে নয় বরং যোগ্যতার মাপকাঠিতে স্বাস্থ্যক্ষেত্রে শূন্যপদে নিয়োগ করা হোক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Junior Doctors Letter: মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের, কী আছে সেই চিঠিতে? ফের চাঞ্চল্য
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement