হোম /খবর /কলকাতা /
প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিজেপি ছাড়লেন জয় বন্দ্যোপাধ্যায়, উগরে দিলেন ক্ষোভ

Joy Banerjee Leaves BJP প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিজেপি ছাড়লেন জয় বন্দ্যোপাধ্যায়, উগরে দিলেন ক্ষোভ

বিজেপি ছাড়লেন জয় বন্দ্যোপাধ্যায়৷

বিজেপি ছাড়লেন জয় বন্দ্যোপাধ্যায়৷

বিধানসভা নির্বাচনের আগে জয় বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূল থেকে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে জাতীয় কর্মসমিতির সদস্য করে বিজেপি (Joy Banerjee Leaves BJP)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বিজেপি ছাড়লেন জয় বন্দ্যোপাধ্যায়৷ সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ই মেল করে দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিজেপি নেতা (Joy Banerjee Leaves BJP)৷ দলে তাঁকে অবহেলা করা হচ্ছে এবং বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, এই অভিযোগ তুলেই দল ছেড়েছেন অভিনেতা রাজনীতিবিদ৷ দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন জয়৷

২০১৭ সালে জয় বন্দ্যোপাধ্যায়কে (Joy Banerjee) বিজেপি-র জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল৷ কিন্তু বিধানসভা নির্বাচনের আগে জয় বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূল থেকে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে জাতীয় কর্মসমিতির সদস্য করে বিজেপি৷ কয়েকদিন আগে জয় বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাও প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এ সব বিষয় নিয়েও প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা৷

আরও পড়ুন: দিলীপ ঘোষ 'অর্ধশিক্ষিত', দল ছাড়ার 'পরামর্শে' পাল্টা দিলেন তথাগত! অস্বস্তিতে বিজেপি

জয় বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রধানমন্ত্রীকে দেখেই আমি বিজেপি-তে যোগ দিয়েছিলাম৷ তাঁকে জানিয়েছি যে ২০১৪ সাল থেকে জান, প্রাণ দিয়ে বিজেপি-টা কেছিলাম৷ কিন্তু এখন দলটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ যাঁরা বাংলার ভাল চায়, আমার মতো যে নেতারা বাংলার মানুষের আবেগকে বোঝে, এখানকার কয়েকজন নেতা তাঁদের দলে থাকতে দিচ্ছে না, কোনও পরামর্শ নেওয়া হচ্ছে না৷ হারটাকে স্বীকার করেই পরবর্তী যুদ্ধের জন্য তৈরি হতে হয়৷ তা না করে অজুহাত দিলে পরবর্তী হারের পথ খুলে যায়৷ অথচ এখানে নিজেদের দোষ না দেখে বলা হচ্ছে তৃণমূল রিগিং করে জিতেছে৷ একটা কেন্দ্রে রিগিং করে দশ, কুড়ি হাজার ভোটে জেতা যায়, এক- দেড় লাখ ভোটে জেতা সম্ভব নয়৷'

যদিও জয় বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মানতে চাননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ তাঁর পাল্টা দাবি, 'উনি অসুস্থ ছিলেন৷ দলের রাজ্য দফতরেও আসেন না৷ আমি রাজ্য সভাপতি হওয়ার পর ওনার থেকে কোনও ফোন, চিঠি পাইনি৷ ক্ষোভ থাকলে তো আগে রাজ্য নেতৃত্বকে জানাতে হবে৷'

বিজেপি-র আর এক নেতা রাহুল সিনহা অবশ্য জয় বন্দ্যোপাধ্যায়ের আংশিক অভিযোগ স্বীকার করে নিয়েছেন৷ তিনি বলেন, 'জয় বন্দ্যোপাধ্যায় শারীরিক, মানসিক, আর্থিক দিক দিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন৷ এ কথা ঠিক যে দল হিসেবে আমরা তাঁর পাশে থাকতে পারিনি৷ শুধু জয় বন্দ্যোপাধ্যায় নয়, অনেকের ক্ষেত্রেই দলের তরফে এই সমস্যা রয়েছে৷' বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য বলেন, 'জয় বন্দ্যোপাধ্যায় অসুস্থ ছিলেন৷ দল নিশ্চয়ই তাঁর পাশে থাকবে৷'

Published by:Debamoy Ghosh
First published: