Dilip Ghosh vs Tathagata Roy: দিলীপ ঘোষ 'অর্ধশিক্ষিত', দল ছাড়ার 'পরামর্শে' পাল্টা দিলেন তথাগত! অস্বস্তিতে বিজেপি

Last Updated:

বিধানসভা ভোটে প্রত্যাশার ধারে কাছে পৌঁছতে না পারা এবং তার পর উপনির্বাচনে ভরাডুবির জন্য গত কয়েক দিন ধরেই রাজ্য বিজেপি নেতৃত্বের সমালোচনা করে ট্যুইট করছেন তথাগত রায় (Dilip Ghosh vs Tathagata Roy)৷

দিলীপ বনাম তথাগতর বাকযুদ্ধে অস্বস্তিতে বিজেপি৷
দিলীপ বনাম তথাগতর বাকযুদ্ধে অস্বস্তিতে বিজেপি৷
#কলকাতা: তথাগত রায় (Tathagata Roy) এবং দিলীপ ঘোষের (Dilip Ghosh) সংঘাত আরও তীব্র হল৷ দলের দুই অভিজ্ঞ নেতা যেভাবে পরস্পরকে আক্রমণ করছেন, তা বিজেপি-র কাছে ক্রমেই অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে৷ এ বার তথাগত রায়কে সরাসরি দল ছাড়ার পরামর্শ দিলেন দিলীপ ঘোষ৷ পাল্টা দিলীপকে অর্ধ শিক্ষিত বলে আক্রমণ করেছেন তথাগত রায় (Dilip Ghosh vs Tathagata Roy)৷
বিধানসভা ভোটে প্রত্যাশার ধারে কাছে পৌঁছতে না পারা এবং তার পর উপনির্বাচনে ভরাডুবির জন্য গত কয়েক দিন ধরেই রাজ্য বিজেপি নেতৃত্বের সমালোচনা করে ট্যুইট করছেন তথাগত রায় (Tathagata Roy)৷ দলের যে নেতাদের তিনি নাম না করে নিশানা করেছেন, তার মধ্যে অন্যতম দিলীপ ঘোষ৷ বিশেষত তৃণমূল থেকে আসা নেতারা একে একে দল ছাড়ায় সুর আরও চড়িয়েছেন তথাগত রায় (Dilip Ghosh attacks Tathagata Roy)৷
advertisement
advertisement
দিলীপ ঘোষের ছবি সহ কয়েকদিন আগে তিনি ট্যুইটারে লেখেন, 'দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো ভিনি, ভিডি, ভিসি। এখন ভাঁড়ামো করলে হবে? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই।' পশ্চিমবঙ্গে বিপর্যয়ের দায় যে রাজ্য নেতৃত্বকেই নিতে হবে, ট্যুইটারে সরাসরি তাও লিখেছেন তথাগত রায়৷
advertisement
প্রবীণ নেতার একের পর এক মন্তব্যে বিজেপি-র অন্দরে অস্বস্তি বাড়ছিলই৷ এ দিন তথাগত রায়কে নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষও পাল্টা বলেন, 'যাঁরা দলের জন্য কিছুই করেনি, দল যাঁদের সবচেয়ে বেশি দিয়েছে, তাঁরাই দলের সবচেয়ে বেশি ক্ষতি করেন৷ এটাই আমাদের দুর্ভাগ্য৷ আর কতদিন লজ্জা পাবেন, দল ছেড়ে দিন৷'
advertisement
দিলীপকে জবাব দিতে ছাড়েননি তথাগতও৷ পাল্টা তাঁর জবাব, 'আমি যেটা বলব সেটা হয়তো দিলীপ ঘোষ বুঝতেই পারবে না৷ অর্ধশিক্ষিত লোক হলে যা হয় আর কী! দ্বিতীয় কথা হচ্ছে, ওর কথার আমি কোনও গুরুত্বই দিই না৷' পরে ট্যুইট করেও দিলীপ ঘোষকে নিয়ে নিজের অবস্থানে অনড় থাকেন তথাগত রায়৷ তথাগত স্পষ্ট জানিয়েছেন, দিলীপ ঘোষের মন্তব্যকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না৷ পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে তথাগত রায় এবং দিলীপ ঘোষের কথার লড়াই থামাতে হয়তো বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বকেই হস্তক্ষেপ করতে হবে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh vs Tathagata Roy: দিলীপ ঘোষ 'অর্ধশিক্ষিত', দল ছাড়ার 'পরামর্শে' পাল্টা দিলেন তথাগত! অস্বস্তিতে বিজেপি
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement