Joka Taratala Metro: শুরু হল ট্রায়াল, জোকা থেকে তারাতলা মেট্রো চালু কবে থেকে? দুরন্ত খবর দিল মেট্রোরেল
- Published by:Suman Biswas
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Joka Taratala Metro: জোকা থেকে তারাতলা এসি মেট্রো রেক চালিয়ে ট্রায়াল করা হল।
#কলকাতা: নতুন বছরের শুরুতেই যাত্রীদের উপহার দিতে চলেছে মেট্রোরেল। জোকা থেকে তারাতলা রুটে চালু হবে ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করতে পারেন এই প্রকল্পের। শনিবার মেট্রো রেলের আধিকারিকদের সাথে এসে জোকা থেকে তারাতলা মেট্রো পথ পরিদর্শনের পরে জানালেন মেট্রো রেলের জিএম অরুণ অরোরা। তিনি জানান, জোকা-তারাতলা রুটে মেট্রো চালু হবে চলতি বছরেই। ডিসেম্বরেই নতুন রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। নিউ গড়িয়া থেকে রুবি রুটের কাজও দ্রুত শেষ করার কথা জানান তিনি।
মেট্রো সূত্রে দাবি, বাণিজ্যিক ভাবে ডিসেম্বরের শেষ দিন থেকেই চালু হতে পারে পরিষেবা। শুরু হয়েছে প্রস্তুতি। জোকা থেকে ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার হয়ে মেট্রো আসবে তারাতলায়।মেট্রো সূত্রে দাবি, এই স্টেশনগুলিতে এখনও স্মার্টগেট বসানো হয়নি। তাই, প্রাথমিকভাবে পেপার টিকিট দিয়ে চালু হতে পারে পরিষেবা। এই মেট্রো পরিষেবা চালু হলে চাপ কমবে ডায়মন্ড হারবার রোডের উপর।নন-এসি রেক দিয়ে ট্রায়াল হওয়া পর, সম্প্রতি, এসি রেক পাঠানো হয়েছে জোকা ডিপোয়।
advertisement
advertisement
মেট্রো সূত্রে দাবি, বর্তমানে এসি রেক চালিয়েও লাইন পরীক্ষা করা হচ্ছে। প্রতিটি বাঁকের গতি বুঝে নেওয়া হচ্ছে।চলতি বছর নভেম্বর মাসেই জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালুর ছাড়পত্র দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি। শর্তসাপেক্ষে দেওয়া হয় ছাড়পত্র। মেট্রো সূত্রে খবর, তিন মাসের মধ্যে পরিষেবা চালু করতে বলা হয়েছিল। জোকা-তারাতলা রুটের দৈর্ঘ্য সাড়ে ৬ কিলোমিটার। এই রুটে ছয়টি স্টেশন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শিলান্যাস হয়েছিল প্রকল্পের।
advertisement
এই রুটে মেট্রো চলাচল শুরু হলে উপকৃত হবেন বেহালা-ঠাকুরপুকুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। দ্বিতীয় পর্যায়ে তারাতলা থেকে বিবাদীবাগ পর্যন্ত মেট্রো চলবে। এই রুটে ফিরতে পারে পুরনো কাগজের টিকিট এবং পুরনো গেট। কর্মী সংখ্যার ঘাটতির কথাও ভাবতে হচ্ছে মেট্রো কর্তৃপক্ষকে। আপাতত অন্য রুট থেকে কর্মী এনে, পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবছেন কর্তৃপক্ষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 25, 2022 11:33 AM IST