আইনি বাধায় ফলপ্রকাশে দেরি, জয়েন্টের ফল প্রকাশ হতেই ছাত্রছাত্রীদের বড় বার্তা মুখ্যমন্ত্রীর! লিখলেন, 'তোমরা বাংলার মুখ উজ্জ্বল করবেই'

Last Updated:

অবশেষে প্রকাশিত হল রাজ্য জয়েন্টের, আর এরপরেই নিজের এক্স হ্যান্ডেলে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জয়েন্ট নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
জয়েন্ট নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
কলকাতা: অবশেষে প্রকাশিত হল রাজ্য জয়েন্টের, আর এরপরেই নিজের এক্স হ্যান্ডেলে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট
তিনি আরও লেখেন, “তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। যারা কোনও কারণে ভালো ফল করতে পারেনি, তাদের মন খারাপ করে ভবিষ্যতে যাতে ভালো হয় তার প্রস্তুতি নিতে বলব।”
advertisement
গত ২৭ এপ্রিলে হয়েছিল রাজ্য জয়েন্টের পরীক্ষা। কিন্তু, এরপরে আইনি জটিলতার জেরে আটকে যায় পরীক্ষার ফলপ্রকাশ।
আরও পড়ুন: জয়েন্টের ফলপ্রকাশে বাধা কাটল সুপ্রিম কোর্টে, কাটল OBC জট! হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ
এই কথাও উঠে আসে তার পোস্টে। তিনি লেখেন, “আইনি জটিলতায় ফলপ্রকাশে অন্যান্যবারের তুলনায় এবার একটু দেরি হল। কিন্তু, আমি বিশ্বাস রাখি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামীর দিনগুলিতে তোমরা আরো সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে।”
advertisement
আরও পড়ুন: নিউ গড়িয়ার অভিজাত আবাসনে খুন! খাটের তলায় উঁকি দিতেই ভয়ঙ্কর দৃশ্য! গৃহকর্ত্রীর এ কী অবস্থা
প্রসঙ্গত, অবশেষে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৫-এর ফলাফল। নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ করে দেওয়া হল। শুক্রবার সুপ্রিম কোর্টে কাটে জয়েন্টের জট। জয়েন্টে কাটল ওবিসি জট। সুপ্রিম নির্দেশে ফলপ্রকাশে আর বাধা নয়। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিক‍্যাল এন্ট্রান্স নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। তারপরেই প্রকাশিত জয়েন্টের ফলাফল। সাম্প্রতিক কালে এত দেরিতে ফলপ্রকাশ হয়নি কখনও। এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। ৩ মাসেরও বেশি সময় অতিক্রান্ত। রেজাল্ট কবে বেরোবে সেই আশঙ্কায় কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন কয়েকজন অভিভাবক। এবারের মেধাতালিকায় প্রথম তিনে রয়েছেন, প্রথম অনিরুদ্ধ চক্রবর্তী, ডন বস্কো স্কুল, পার্ক সার্কাস। দ্বিতীয় সাম্যজ্যোতি বিশ্বাস, কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল, তৃতীয় দিশান্ত বসু, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, কলকাতা
বাংলা খবর/ খবর/কলকাতা/
আইনি বাধায় ফলপ্রকাশে দেরি, জয়েন্টের ফল প্রকাশ হতেই ছাত্রছাত্রীদের বড় বার্তা মুখ্যমন্ত্রীর! লিখলেন, 'তোমরা বাংলার মুখ উজ্জ্বল করবেই'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement