মুহূর্তে উধাও আংটি, লকেট! নাগেরবাজারে গয়নার দোকানে চুরি করতে গিয়ে জালে দুই মহিলা

Last Updated:

Jewellery Thief: দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের নাগেরবাজার এলাকায় পুরনো সোনা পট্টিতে মা কালী জুয়েলার্সে ক্রেতা সেজে চুরি করতে এসে হাতেনাতে পাকড়াও দুই মহিলা৷ চুরির ঘটনায় গ্রেফতার এই দুই মহিলাকে দেখে কোনও ভাবেই চোর সন্দেহ করা কার্যত অসম্ভব।

স্বভাব দোষ, চুরি করতে গিয়ে ধরা পড়লেন দুই মহিলা 
স্বভাব দোষ, চুরি করতে গিয়ে ধরা পড়লেন দুই মহিলা 
কলকাতা: দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের নাগেরবাজার এলাকায় পুরনো সোনা পট্টিতে মা কালী জুয়েলার্সে ক্রেতা সেজে চুরি করতে এসে হাতেনাতে পাকড়াও দুই মহিলা৷ চুরির ঘটনায় গ্রেফতার এই দুই মহিলাকে দেখে কোনও ভাবেই চোর সন্দেহ করা কার্যত অসম্ভব।তবে এর আগেও গোড়াবাজার এলাকায় এই ধরণের চুরির অপবাদে তারা গ্রেফতার হয়েছিল বলেই পুলিশ সূত্রে খবর।
শনিবার সন্ধেবেলা বেবি আংটি কেনার নাম করে ম কালী জুয়েলার্সে আসেন দুই মহিলা। পরে বেবি আংটি তাদের পছন্দ না হওয়ায় দোকানদারকে বড়দের আংটি দেখানোর জন্য বলেন। দোকানদার আংটি দেখানোর জন্য ভেতরে গেলে নিমেষের মধ্যেই একজন মহিলা জামার ভেতর ঢুকিয়ে ফেলেন একটি আংটি। পরে আরেকজন তাদের সঙ্গে থাকা ব্যাগে অন্য আংটি ঢুকিয়ে নেয়।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, এরপরে আংটি তাদের পছন্দ না হওয়ার কারণে দোকানদারকে লকেট দেখাতে বলেন তারা৷ যদিও লকেটও তাদের পছন্দ না হওয়ায় তারা দোকান থেকে উঠে যেতে প্রস্তুত হোন। এমন সময় দুটো আংটি নিজের বাক্স থেকে মিসিং দেখেই সিসিটিভি চেক করেন দোকানের কর্মচারী জয়ন্ত দত্ত। সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই দুই মহিলার মধ্যে একজন আরও একটি লকেট মুখের মধ্যে গলিয়ে নেন। মুহূর্তের মধ্যে হাতে নাতে ধরা পড়ে যায় তারা।
advertisement
প্রথমে অবশ্য চুরির কথা দুজনেই অস্বীকার করেন। উল্টে গলা উঁচিয়ে কথাও বলেন দোকানদারের সঙ্গে। পরে সিসিটিভি ফুটেজের কথা জানার পর কার্যত ভ্যাবাচাকা খেয়ে যান তারা। পরে দোকানদারের স্ত্রী দোকানে এসে দুই মহিলাকে সার্চ করে তাদের থেকে দুটি আংটি ও একটি লকেট উদ্বার করেন।
advertisement
পুলিশকে খবর দিলে দুজনকেই গ্রেফতার করে নাগেরবাজার থানার পুলিশ। জানা গিয়েছে একজনের নাম সোহেলি মাইতি ও আরেক জনের নাম তৃষিতা চক্রবর্তী। তৃষিতা দমদম এলাকার গোড়াবাজারের বাসিন্দা হলেও সোহেলি মেদিনীপুরে বাসিন্দা। এরা দুজনেই আত্মীয় বলেই স্বীকার করেছেন তারা। রবিবার ব্যারাকপুর স্পেশাল কোর্টে তোলা হয় তাদের।
বাংলা খবর/ খবর/কলকাতা/
মুহূর্তে উধাও আংটি, লকেট! নাগেরবাজারে গয়নার দোকানে চুরি করতে গিয়ে জালে দুই মহিলা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement