'চা-টা খাওয়ান...', ট্রেনের First Class এসি কোচে বসেই TT-কে বললেন রেলকর্তা, 'আইডি' দেখি?' জিআরপি এসে প্রশ্ন করতেই ছুটল ঘাম!

Last Updated:
Indian Railways: এত সতর্কতা সত্ত্বেও বড় বড় অপরাধ ঘটে যেতে দেখা যায় রেলকর্মীদের নাকের ডগায়। ঠিক যেমন সম্প্রতি বিহারের দারভাঙ্গায় ট্রেনে এমন ঘটনা ঘটেছে যা দেখে চোখ কপালে উঠেছে রেলকর্মীদের। টিটি থেকে জিআরপি এককথায় স্তম্ভিত এই ঘটনায়। শুনলে আঁতকে উঠবেন আপনিও। ঠিক কী ঘটেছিল সেদিন?
1/12
ভারতীয় রেল দেশের জনপ্রিয় গণ পরিষেবা। প্রতিদিনই লাখ লাখ মানুষ ট্রেনে চড়েই কর্মক্ষেত্রে পৌঁছন। আবার বেড়াতে যেতে গেলেও ট্রেনই বেশি পছন্দ অনেকেরই। আসলে ট্রেনে চড়ে আয়েশ করে দূরপাল্লায় পাড়ি জমানোর মজাই আলাদা।
ভারতীয় রেল দেশের জনপ্রিয় গণ পরিষেবা। প্রতিদিনই লাখ লাখ মানুষ ট্রেনে চড়েই কর্মক্ষেত্রে পৌঁছন। আবার বেড়াতে যেতে গেলেও ট্রেনই বেশি পছন্দ অনেকেরই। আসলে ট্রেনে চড়ে আয়েশ করে দূরপাল্লায় পাড়ি জমানোর মজাই আলাদা।
advertisement
2/12
রেল যাত্রীদের যাত্রা নিরাপদ ও সুষ্ঠু করে তুলতে ভারতীয় রেলের চেষ্টার শেষ নেই। একদিকে যেমন রেল পরিষেবার অন্তরালে অপরাধমূলক কাজ বন্ধ করতে সদা সতর্ক থাকেন আরপিএফ ও জিআরপি, তেমনই আবার বিনা টিকিটে ভ্রমণে যাত্রীদের ধরপাকড়ে সিদ্ধহস্ত টিটি ও টিটিই, অর্থাৎ টিকিট পরীক্ষকের দল।
রেল যাত্রীদের যাত্রা নিরাপদ ও সুষ্ঠু করে তুলতে ভারতীয় রেলের চেষ্টার শেষ নেই। একদিকে যেমন রেল পরিষেবার অন্তরালে অপরাধমূলক কাজ বন্ধ করতে সদা সতর্ক থাকেন আরপিএফ ও জিআরপি, তেমনই আবার বিনা টিকিটে ভ্রমণে যাত্রীদের ধরপাকড়ে সিদ্ধহস্ত টিটি ও টিটিই, অর্থাৎ টিকিট পরীক্ষকের দল।
advertisement
3/12
কিন্তু এত সতর্কতা সত্ত্বেও বড় বড় অপরাধ ঘটে যেতে দেখা যায় রেলকর্মীদের নাকের ডগায়। ঠিক যেমন সম্প্রতি বিহারের দারভাঙ্গায় ট্রেনে এমন ঘটনা ঘটেছে যা দেখে চোখ কপালে উঠেছে রেলকর্মীদের। টিটি থেকে জিআরপি এককথায় স্তম্ভিত এই ঘটনায়। শুনলে আঁতকে উঠবেন আপনিও। ঠিক কী ঘটেছিল সেদিন?
কিন্তু এত সতর্কতা সত্ত্বেও বড় বড় অপরাধ ঘটে যেতে দেখা যায় রেলকর্মীদের নাকের ডগায়। ঠিক যেমন সম্প্রতি বিহারের দারভাঙ্গায় ট্রেনে এমন ঘটনা ঘটেছে যা দেখে চোখ কপালে উঠেছে রেলকর্মীদের। টিটি থেকে জিআরপি এককথায় স্তম্ভিত এই ঘটনায়। শুনলে আঁতকে উঠবেন আপনিও। ঠিক কী ঘটেছিল সেদিন?
advertisement
4/12
ঘটনাটি ঘটেছে ৫ জুন। স্বাধীন সেনানী এক্সপ্রেস ছুটছিল অন্যান্য দিনের মতোই। এইচ-১ কোচে উঠে এলেন এক ব্যক্তি। ধোপদুরস্ত জামাকাপড় পরা লোকটিকে দেখে কারও কোনও সন্দেহই হয়নি। ব্যক্তি ট্রেনে উঠেই টিটিকে নিজের পরিচয় দিয়ে বলেন, তাঁর নাম অলোক কুমার ঝা। তিনি নিজেকে এডিআরএম, সমস্তিপুর বলে টিকিট পরীক্ষককে তাঁর পরিচয় দেন। বেশ আয়েশে বসে চা খাওয়ানোর আবদারও করেন টিটির কাছে।
ঘটনাটি ঘটেছে ৫ জুন। স্বাধীন সেনানী এক্সপ্রেস ছুটছিল অন্যান্য দিনের মতোই। এইচ-১ কোচে উঠে এলেন এক ব্যক্তি। ধোপদুরস্ত জামাকাপড় পরা লোকটিকে দেখে কারও কোনও সন্দেহই হয়নি। ব্যক্তি ট্রেনে উঠেই টিটিকে নিজের পরিচয় দিয়ে বলেন, তাঁর নাম অলোক কুমার ঝা। তিনি নিজেকে এডিআরএম, সমস্তিপুর বলে টিকিট পরীক্ষককে তাঁর পরিচয় দেন। বেশ আয়েশে বসে চা খাওয়ানোর আবদারও করেন টিটির কাছে।
advertisement
5/12
কিন্তু দৃশ্যপট মুহূর্তে বদলে যায় দ্বারভাঙা স্টেশনে ট্রেন দাঁড়াতেই। ট্রেনে উঠে আসেন কর্তব্যরত জিআরপিরা। এডিআরএম সমস্তিপুর পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে দেখে হঠাৎ সন্দেহ হয় জিআরপি-র। সঠিক তথ্য জানতে বোর্ড সিকিউরিটি কন্ট্রোল রুম সমস্তিপুরে যোগাযোগ করা হয়। আর তার পরেই বেরিয়ে পরে আসল রহস্য।
কিন্তু দৃশ্যপট মুহূর্তে বদলে যায় দ্বারভাঙা স্টেশনে ট্রেন দাঁড়াতেই। ট্রেনে উঠে আসেন কর্তব্যরত জিআরপিরা। এডিআরএম সমস্তিপুর পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে দেখে হঠাৎ সন্দেহ হয় জিআরপি-র। সঠিক তথ্য জানতে বোর্ড সিকিউরিটি কন্ট্রোল রুম সমস্তিপুরে যোগাযোগ করা হয়। আর তার পরেই বেরিয়ে পরে আসল রহস্য।
advertisement
6/12
কিছুক্ষণের মধ্যেই যা যা জানা গেল তা প্রায় অবিশ্বাস্য। কয়েক মুহূর্তের মধ্যেই জিআরপি দারভাঙ্গা এবং সিটিটিআই দারভাঙ্গার দল প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এমনকি শেষমেশ গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। গোটা ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে যা চোখ খুলে দিয়েছে রেলকর্মীদের।
কিছুক্ষণের মধ্যেই যা যা জানা গেল তা প্রায় অবিশ্বাস্য। কয়েক মুহূর্তের মধ্যেই জিআরপি দারভাঙ্গা এবং সিটিটিআই দারভাঙ্গার দল প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এমনকি শেষমেশ গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। গোটা ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে যা চোখ খুলে দিয়েছে রেলকর্মীদের।
advertisement
7/12
ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে দিব্যি খোশমেজাজে রীতিমতো বড় আধিকারিকের ভাবসাব দেখিয়েই রেল অফিসার হিসেবে ভ্রমণ করছিলেন ওই ব্যক্তি। তাঁর পরিচয়পত্র চাইতেই হট্টগোল শুরু করে দেয় ব্যক্তি।
ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে দিব্যি খোশমেজাজে রীতিমতো বড় আধিকারিকের ভাবসাব দেখিয়েই রেল অফিসার হিসেবে ভ্রমণ করছিলেন ওই ব্যক্তি। তাঁর পরিচয়পত্র চাইতেই হট্টগোল শুরু করে দেয় ব্যক্তি।
advertisement
8/12
জিআরপি কড়াভাবে জিজ্ঞাসাবাদ করতে শুরু করতেই আসতে আসতে সব প্রকাশ্যে এসে পরে। জানা যায় মোটেই রেলের আধিকারিক নয় এই ব্যক্তি। জেরায় শেষমেশ নিজের আসল নাম বলে দেয় ওই ব্যক্তি। জানা যায় তাঁর নাম দুর্গাকান্ত চৌধুরী। বাবার নাম ইন্দুকান্ত চৌধুরী। অভিযুক্ত ব্যক্তি মধুবানীর নোহান বাধিয়াম গ্রামের বাসিন্দা।
জিআরপি কড়াভাবে জিজ্ঞাসাবাদ করতে শুরু করতেই আসতে আসতে সব প্রকাশ্যে এসে পরে। জানা যায় মোটেই রেলের আধিকারিক নয় এই ব্যক্তি। জেরায় শেষমেশ নিজের আসল নাম বলে দেয় ওই ব্যক্তি। জানা যায় তাঁর নাম দুর্গাকান্ত চৌধুরী। বাবার নাম ইন্দুকান্ত চৌধুরী। অভিযুক্ত ব্যক্তি মধুবানীর নোহান বাধিয়াম গ্রামের বাসিন্দা।
advertisement
9/12
অভিযুক্তের একটি ভিডিওও প্রকাশিত হয়েছে। ভিডিওতে কথোপকথনটি নিম্নরূপ:আরপিএফ সাব ইন্সপেক্টর: 'স্যার! আপনার নাম কী?' অভিযুক্ত: অলোক কুমার ঝা। আরপিএফ সাব ইন্সপেক্টর: আপনি সত্যি অলোক কুমার ঝা? আপনি কোথা থেকে আসছেন? অভিযুক্ত: হ্যাঁ, আমি অলোক কুমার।
অভিযুক্তের একটি ভিডিওও প্রকাশিত হয়েছে। ভিডিওতে কথোপকথনটি নিম্নরূপ:
আরপিএফ সাব ইন্সপেক্টর: 'স্যার! আপনার নাম কী?'
অভিযুক্ত: অলোক কুমার ঝা।
আরপিএফ সাব ইন্সপেক্টর: আপনি সত্যি অলোক কুমার ঝা? আপনি কোথা থেকে আসছেন?
অভিযুক্ত: হ্যাঁ, আমি অলোক কুমার।
advertisement
10/12
আরপিএফ সাব ইন্সপেক্টর: আপনি আমাদের এডিআরএম অলোক কুমার ঝা নন। আমরা তাঁকে চিনি। আপনার আইডি কার্ডটি দেখান। আপনি কী নিজেকে অলোক কুমার স্যার বলছেন?অভিযুক্ত: আমি তাঁর ভাগ্নে। আরপিএফ সাব ইন্সপেক্টর:সেটা তো আপনার আমাকে আগেই বলা উচিত ছিল। দয়া করে এবার আসনটি খালি করে দিন আর এই ট্রেন থেকে নেমে যান। এডিআরএম স্যারের সঙ্গে কথা বলুন। তিনি যদি বলেন, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে।
আরপিএফ সাব ইন্সপেক্টর: আপনি আমাদের এডিআরএম অলোক কুমার ঝা নন। আমরা তাঁকে চিনি। আপনার আইডি কার্ডটি দেখান। আপনি কী নিজেকে অলোক কুমার স্যার বলছেন?
অভিযুক্ত: আমি তাঁর ভাগ্নে।
আরপিএফ সাব ইন্সপেক্টর:সেটা তো আপনার আমাকে আগেই বলা উচিত ছিল। দয়া করে এবার আসনটি খালি করে দিন আর এই ট্রেন থেকে নেমে যান। এডিআরএম স্যারের সঙ্গে কথা বলুন। তিনি যদি বলেন, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে।
advertisement
11/12
ঘটনায় আরপিএফ দারভাঙ্গার ইন্সপেক্টর পুখরাজ মীনা বলেন, "অভিযুক্ত আসলে একজন ভুয়ো এডিআরএম হিসেবে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করছিল। শুধু তাই নয় ব্যক্তিটি ট্রেনের প্রথম শ্রেণীতে ভ্রমণ করছিলেন। এমনকি এডিআরএমের সঙ্গে তার কোনও সম্পর্কই ছিল না। অভিযুক্ত মধুবনির বাসিন্দা। তিনি একটি বেসরকারি কোম্পানিতে সেলস ম্যানের কাজ করেন বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে।"
ঘটনায় আরপিএফ দারভাঙ্গার ইন্সপেক্টর পুখরাজ মীনা বলেন, "অভিযুক্ত আসলে একজন ভুয়ো এডিআরএম হিসেবে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করছিল। শুধু তাই নয় ব্যক্তিটি ট্রেনের প্রথম শ্রেণীতে ভ্রমণ করছিলেন। এমনকি এডিআরএমের সঙ্গে তার কোনও সম্পর্কই ছিল না। অভিযুক্ত মধুবনির বাসিন্দা। তিনি একটি বেসরকারি কোম্পানিতে সেলস ম্যানের কাজ করেন বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে।"
advertisement
12/12
চাঞ্চল্যকর এই ভিডিওটি সোশ্যাল মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে ইতিমধ্যেই। এই ঘটনায় সিটিটিআই দ্বারভাঙ্গা, চন্দেশ্বর রাই এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে, রেল সিকিউরিটি পোস্ট দ্বারভাঙ্গায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে অভিযুক্তকে সমস্তিপুর আদালতে হাজির করা হয়।
চাঞ্চল্যকর এই ভিডিওটি সোশ্যাল মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে ইতিমধ্যেই। এই ঘটনায় সিটিটিআই দ্বারভাঙ্গা, চন্দেশ্বর রাই এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে, রেল সিকিউরিটি পোস্ট দ্বারভাঙ্গায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে অভিযুক্তকে সমস্তিপুর আদালতে হাজির করা হয়।
advertisement
advertisement
advertisement