লরির চাকা ফেটে বিমানবন্দরের কাছে ব্যাপক যানজট, নাকাল যাত্রীরা
Last Updated:
অফিস যাওয়া মাথায় উঠল ! সপ্তাহের মাঝের ব্যস্ত কাজের দিনে ব্যাপক যানজটের কবলে পড়ে নাকাল নিত্যযাত্রীরা ৷
#কলকাতা: অফিস যাওয়া মাথায় উঠল ! সপ্তাহের মাঝের ব্যস্ত কাজের দিনে ব্যাপক যানজটের কবলে পড়ে নাকাল নিত্যযাত্রীরা ৷
বৃহস্পতিবার সাত সকালে বিমানবন্দরের ১ নং গেট চত্বরে একটি লরির চাকা ফেটে যায় ৷ স্তব্ধ হয়ে যায় যশোর রোডের উপর যানচলাচল ৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনও রকমে একটি লেন দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করা হয় ৷ নিয়ে আসা হয় ক্রেনও ৷ তা সত্ত্বেও বিপুল গাড়ির চাপে নাকাল হতে হয় যাত্রীদের ৷ মাইকেল নগর থেকে ১ নং গেট পর্যন্ত দাঁড়িয়ে যায় সমস্ত গাড়ি ৷ দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়েন অফিসযাত্রীরা ৷ অনেকেই বিকল্প পথ খুঁজতে স্টেশনের দিকে রওনা দেন ৷ বিরাটি, বিশরপাড়া, দুর্গানগর স্টেশনেও ভিড় উপচে পড়ে ৷
advertisement
পুলিশ সূত্র খবর, এখনও লরিটি সরানোর কাজ চলছে ৷ রাস্তা সম্পূর্ণ পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করতে এখনও বেশ কিছুটা সময় লাগবে ৷
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 07, 2018 10:12 AM IST