#কলকাতা: অফিস যাওয়া মাথায় উঠল ! সপ্তাহের মাঝের ব্যস্ত কাজের দিনে ব্যাপক যানজটের কবলে পড়ে নাকাল নিত্যযাত্রীরা ৷ বৃহস্পতিবার সাত সকালে বিমানবন্দরের ১ নং গেট চত্বরে একটি লরির চাকা ফেটে যায় ৷ স্তব্ধ হয়ে যায় যশোর রোডের উপর যানচলাচল ৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনও রকমে একটি লেন দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করা হয় ৷ নিয়ে আসা হয় ক্রেনও ৷ তা সত্ত্বেও বিপুল গাড়ির চাপে নাকাল হতে হয় যাত্রীদের ৷ মাইকেল নগর থেকে ১ নং গেট পর্যন্ত দাঁড়িয়ে যায় সমস্ত গাড়ি ৷ দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়েন অফিসযাত্রীরা ৷ অনেকেই বিকল্প পথ খুঁজতে স্টেশনের দিকে রওনা দেন ৷ বিরাটি, বিশরপাড়া, দুর্গানগর স্টেশনেও ভিড় উপচে পড়ে ৷ পুলিশ সূত্র খবর, এখনও লরিটি সরানোর কাজ চলছে ৷ রাস্তা সম্পূর্ণ পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করতে এখনও বেশ কিছুটা সময় লাগবে ৷
আরও পড়ুন: লরি উলটে দ্বিতীয় হুগলি সেতুতে ব্যপক যানজট, দাঁড়িয়ে সারসার গাড়ি
আরও পড়ুন: কাজে যাওয়া আর হল না, লরির ধাক্কায় মৃত্যু ২ শ্রমিকের
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Jassore Road, Road Stuck