কুণালের পাড়ায় জয়া প্রদা, মমতাদিকে নিয়ে অজানা গল্প শোনালেন অভিনেত্রী!

Last Updated:

ডাকসাইটে অভিনেত্রী, প্রাক্তন সাংসদ। নয়ের দশকে তাঁর সহকর্মী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রামমোহন সম্মিলনীতে এসে, এতকাল পর মঞ্চে পর্দার সেই নাচের ঝলক।

কুণাল ঘোষের পাড়ায় জয়াপ্রদার নাচ৷
কুণাল ঘোষের পাড়ায় জয়াপ্রদার নাচ৷
রামমোহন সম্মিলনীর পুজোয় এসে আবেগতাড়িত অভিনেত্রী। ‘ডাফলিওয়ালে’র সঙ্গে জয়া প্রদার নাচ।
ডাকসাইটে অভিনেত্রী, প্রাক্তন সাংসদ। নয়ের দশকে তাঁর সহকর্মী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রামমোহন সম্মিলনীতে এসে, এতকাল পর মঞ্চে পর্দার সেই নাচের ঝলক। পাড়া মাতিয়ে। সেই সঙ্গে বললেন মমতাদিকে নিয়ে একটি ঘটনা-“আমি তখন লোকসভায়। মমতাদি আমাকে পছন্দ করতেন। আমিও ওঁর ফাইটিং স্পিরিট পছন্দ করতাম। একদিন লোকসভার মধ্যেই ডাকলেন। জয়া এদিকে এসো। আমি গেলাম। ওখানে বসে আমার কী সুন্দর স্কেচ এঁকে দিলেন। আমার সেদিন চুল খোলা ছিল। মমতাদির ওই চটজলদি আঁকা সুন্দর ছবিটা কখনও ভুলব না। আমি ওঁকে শ্রদ্ধা করি, ভালোবাসি। হয়তো আলাদা রাজনৈতিক দল করেছি, কিন্তু মমতাদির প্রতি ভালোবাসা একই রকম আছে।”
advertisement
উল্লেখ্য, জয়া প্রদা একসময় তেলুগু দেশমের রাজ্যসভার সদস্যা ছিলেন। পরে সমাজবাদী পার্টি থেকে লোকসভায় আসেন।
advertisement
কুণাল জানান,” জয়াজি, বলিউডে অনেক নায়িকা হিট, তাঁদের শ্রদ্ধা করি। কিন্তু সবচেয়ে সুন্দর কিন্তু আপনিই।” জয়া প্রদা হাসলেন। এরপর কুণাল ঘোষ বলেন, ‘আমার অনুরোধ, জনপ্রিয় গানটি চালাচ্ছি। আপনি একটু সম্পূর্ণতা দিয়ে দিন।’ অতঃপর নৃত্যশিল্পী জয়া প্রদার কয়েক ঝলক।
বাংলা খবর/ খবর/কলকাতা/
কুণালের পাড়ায় জয়া প্রদা, মমতাদিকে নিয়ে অজানা গল্প শোনালেন অভিনেত্রী!
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement