Jaya Bachchan in Bengal: 'আমার ধর্ম, গণতন্ত্রকে কাড়তে দেব না!' মমতার প্রশংসায় জয়া, নিশানা বিজেপি-কে

Last Updated:

জয়া বচ্চনের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হলে বাংলার আরও উন্নতি হবে, সে বিষয়ে নিঃসংশয় তিনি৷

#কলকাতা: তৃণমূলের (TMC) হয়ে প্রচারে এসে নাম না করে বিজেপি-কে (BJP) তীব্র আক্রমণ করলেন জয়া বচ্চন (Jaya Bachchan)৷ একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা শোনা গেল অমিতাভ জায়ার মুখে৷ জয়া বচ্চনের মতে, একা হাতে সব অত্যাচারের মোকাবিলা করছেন মমতা৷ নিজেই জানালেন, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) অনুরোধেই বাংলায় তৃণমূলের সমর্থনে প্রচারে এসেছেন তিনি৷
তৃণমূলের হয়ে প্রচার করতে রবিবার সন্ধ্যায় কলকাতায় এসে পৌঁছেছিলেন জয়া বচ্চন৷ এ দিন তৃণমূল ভবনে শাসক দলের তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়৷ কেন তৃণমূলের সমর্থনে তিনি বাংলায় এলেন, তা ব্যাখ্যা করতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে জয়া বচ্চন বলেন, 'আমার নাম জয়া বচ্চন, বিয়ের আগে নাম ছিল জয়া ভাদুড়ি৷ আমরা প্রবাসী বাঙালি, কিন্তু বাঙালি৷ এখানে অভিনয় করতে আসিনি, আমার নেতা অখিলেশ যাদব আমাকে বললেন তৃণমূলকে সমর্থন জানাতে এখানে আসার জন্য৷ এই দায়িত্ব পেয়ে আমি খুব খুশি৷'
advertisement
এর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা যায় রাজ্যসভার সাংসদের মুখে৷ তিনি বলেন, 'মমতাজির জন্য ভালবাসা, শ্রদ্ধা৷ কারণ একা একজন মহিলা সব ধরনের অত্যাচারের বিরুদ্ধে একা লড়ছেন৷ মাথা ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, িকন্তু ওনার হৃদয় এবং মস্তিষ্ককে ভাঙতে পারেনি ওরা৷ আর বাংলাকে বিশ্বসেরা করার জন্য ওনার দৃঢ়তায় চিড় ধরাতে পারেনি৷'
advertisement
advertisement
জয়া বচ্চনের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হলে বাংলার আরও উন্নতি হবে, সে বিষয়ে নিঃসংশয় তিনি৷ একই সঙ্গে নাম না করে বিজেপি-কেও নিশানা করে তিনি বলেছেন, 'আমার বিশ্বাস যে কাজটা মমতাজি করতে চান সেটা উনি পুরো করবেন৷ বাঙালিদের ভয় দেখিয়ে কেউ কোনওদিন সফল হয়নি আর হবেও না৷ আমার থেকে আমার ধর্ম কেড়ে নেবেন না৷ আমার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না৷ যখন আমি নিজের কথা বলছি তখন সব মানুষের কথা বলছি৷ মমতা একা একজন মহিলা হয়ে বাংলার প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য লড়ছেন৷ বাংলা যা ভাবে বা করে, সেটা গোটা দেশ অনুসরণ করে৷ '
advertisement
আগামী ৭ এপ্রিল পর্যন্ত বাংলায় তৃণমূলের সমর্থনে প্রচার করবেন জয়া বচ্চন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কোনও একটি সভায় থাকার কথা রয়েছে তাঁর৷ তৃণমূলের তরফে এ দিন জয়া বচ্চনের সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন ও মন্ত্রী পূর্ণেন্দু বসু৷ সাংবাদিক বৈঠকের শেষ দিকে ব্যঙ্গাত্মক ভাবে ফের একবার বিজেপি-কে নিশানা করেন জয়া৷ তিনি বলেন, 'যাঁরা মমতাকে পছন্দ করেন না তাঁদের বলি লজ্জা, লজ্জা!'
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jaya Bachchan in Bengal: 'আমার ধর্ম, গণতন্ত্রকে কাড়তে দেব না!' মমতার প্রশংসায় জয়া, নিশানা বিজেপি-কে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement